সুরজিৎ দাস : বড়ো শাস্তির মুখের পড়লেন আফগানিস্তানি উইকেটরক্ষক ও আক্রমণাত্মক ব্যাটসম্যান মহম্মাদ শাহজাদ। ২০১৯ বিশ্বকাপ চলাকালীন আফগান এই ব্যাটসম্যান কে চোটের জন্য দল থেকে বাদ দেওয়া হয় ও পরে দেশে ফিরিয়ে আনা হয় এরপরেই তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও মারফৎ আফগান বোর্ডের প্রতি ক্ষোভ উগড়ে দেন তিনি দাবী করেন বোর্ডের অনেকে চান না তিনি দলে থাকুক তাই ফিট থাকা সত্ত্বেও তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে এমনকি তিনি কেঁদেও ফেলেন ভিডিওতে।
এরপরেই নড়েচড়ে বসেন আফগান বোর্ড ও শাহজাদ কে সাময়িক সাসপেন্ড ও জরিমানা করা হয়। কিন্তু এরপরেই আবার অন্য অভিযোগ আসে, শাহজাদের নামে বোর্ডের অভিযোগ যে শাহজাদ বোর্ড কে না জানিয়ে দেশের বাইরে গেছেন উন্নত ট্রেনিং এর জন্য। এদিন আফগান বোর্ড দাবী করে বর্তমানে আফগান ক্রিকেট অনেক উন্নত এবং দেশেই এমন উন্নত ট্রেনিং ব্যবস্থা আছে কিন্তু তা সত্ত্বেও বোর্ড কে না জানিয়ে শাহজাদ দেশের বাইরে যান যা বোর্ডের নিয়মের বিরুদ্ধে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএরপরেই অনির্দিষ্ট কালের জন্য তাকে সাসপেন্ড করা হয় বোর্ডের তরফ থেকে জানানো হয় ঈদের মরশুম শেষ হলে পুনরায় বৈঠকে বসা হবে তখন শাহজাদ কে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সব মিলিয়ে আরোও একবার শাহজাদ জটিল বিপাকে পরেছেন তা বলাই যায় এখন দেখার তার সাসপেনশন কতোদিন বহাল থাকে।