Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এক বছরের FD তে সবথেকে বেশি সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, আজই বিনিয়োগ করুন – BANK FIXED DEPOSIT RATE

ভারতে বেশিরভাগ মানুষই নিজেদের টাকা বিনিয়োগের জন্য ফিক্সড ডিপোজিটের উপরে ভরসা করেন। এই ধরনের একাউন্ট আপনি যেকোনো ব্যাংকে খুব সহজে করতে পারেন। এই একাউন্টের সবথেকে বড় বিষয়টা হলো এখানে একদিকে…

Avatar

ভারতে বেশিরভাগ মানুষই নিজেদের টাকা বিনিয়োগের জন্য ফিক্সড ডিপোজিটের উপরে ভরসা করেন। এই ধরনের একাউন্ট আপনি যেকোনো ব্যাংকে খুব সহজে করতে পারেন। এই একাউন্টের সবথেকে বড় বিষয়টা হলো এখানে একদিকে যেমন আপনার টাকা একেবারে সেফ, তেমনি আপনি পাচ্ছেন বিশাল সুদ। ফিক্সড ডিপোজিটে বিনিয়োগকারীরা সুদের হার বৃদ্ধির কারণে বিগত কয়েক মাসে অনেক উপকৃত হয়েছেন। স্থায়ী আমানতের সুদের হার গত কয়েক মাসে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এমন অনেক ব্যাঙ্ক আছে যারা এফডিতে ৮ শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে। প্রবীণ নাগরিকরাও ০.৫০ শতাংশ অতিরিক্ত সুদের সুবিধা পাবেন। FD হল সবচেয়ে নিরাপদ বিনিয়োগের বিকল্পগুলির মধ্যে একটি, তাই আপনি এতে কোনো চিন্তা ছাড়াই অর্থ বিনিয়োগ করতে পারেন। আজ এই আর্টিকেলে আমরা আপনাকে দেশের সবথেকে বড় ব্যাঙ্কের FD রেট সম্পর্কে বলছি।ICICI BANKএই ব্যাঙ্ক তার FD স্কিমগুলিতে ৩.০০ শতাংশ থেকে ৭.১০ শতাংশের মধ্যে সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকরা ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত FD-এর জন্য ৩.৫০ শতাংশ থেকে ৭.৬০ শতাংশের মধ্যে সুদ পাচ্ছেন। সাধারণ গ্রাহকদের জন্য এক বছরের মধ্যে FD ম্যাচিওর হওয়ার সুদের হার ৬.৭০ শতাংশ।HDFC BANKHDFC ব্যাঙ্ক এক বছরের মধ্যে ফিক্সড ডিপোজিটের উপর ভাল সুদের হার অফার করছে। সাধারণ বিনিয়োগকারীরা এই আমানতে ৬.৬০ শতাংশ সুদ পাবেন এবং প্রবীণ নাগরিকরা ৭.১০ শতাংশ সুদের হার পাবেন। HDFC ব্যাঙ্ক তার FD-তে ৩ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।STATE BANK OF INDIAসাধারণ গ্রাহকরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) এফডি-তে ৩ শতাংশ থেকে ৭.১০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। আর প্রবীণ নাগরিকরা ৫০ বেসিস পয়েন্ট অর্থাৎ ০.৫০ শতাংশের অতিরিক্ত সুদ পাবেন। এই ব্যাংকটি এখন সাধারণ গ্রাহকদের এক বছরের এফডিতে ৬.৮০ শতাংশ সুদ দিচ্ছে।BANK OF BORODAব্যাঙ্ক অফ বরোদা ১৮১ থেকে ২১০ দিনের মেয়াদের FD-এর উপর ৪.৫ শতাংশ সুদ দেয়। অন্যদিকে, এক থেকে দুই বছরের মধ্যে পরিপক্ক এফডি-তে ৬.৭৫ শতাংশ সুদের হার অফার করে এই ব্যাংক। অন্যদিকে, প্রবীণ নাগরিকদের এক বছরের এফডিতে ৭.২৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।
About Author