Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Fixed Deposit: ফিক্স ডিপজিটে ৯.৬ শতাংশ সুদ দিচ্ছে এই ব্যাংক, এক্ষুনি জেনে নিন কিভাবে করবেন যাচাই

সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাংক এবারে তাদের স্থায়ী আমানতের উপরে সুদের হার পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার ৫ মে ২০২৩ থেকে নতুন সুদের হার কার্যকর হয়েছে। ১ থেকে ৫ বছরের মেয়াদে…

Avatar

সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাংক এবারে তাদের স্থায়ী আমানতের উপরে সুদের হার পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার ৫ মে ২০২৩ থেকে নতুন সুদের হার কার্যকর হয়েছে। ১ থেকে ৫ বছরের মেয়াদে ২ কোটি টাকার কম আমানতের উপরে সুদের হার ৪৯ থেকে ১৬০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাংক। বর্তমানে এখন ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে ২ কোটি টাকার কম স্থায়ী আমানতের উপরে সাধারণের জন্য ৪ শতাংশ থেকে ৯.১০ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে এই ব্যাংকের তরফ থেকে। অন্যদিকে প্রবীণ নাগরিকদের জন্য এই সুদের হার ৪.৫০ শতাংশ থেকে ৯.৬০ শতাংশ।

রিজার্ভ ব্যাংক রেপো রেট বৃদ্ধি করার পর থেকেই শুরু হয়েছে এই বৃদ্ধি। বিভিন্ন ব্যাংক তাদের মেয়াদী আমানতের উপরে আকর্ষণীয় সুদ দিচ্ছে। বিভিন্ন ফাইন্যান্স ব্যাংক সবথেকে বেশি সুদ অফার করছে ফিক্সড ডিপোজিট এর উপরে। তবে বেশি রিটার্ন পেলেও এই ধরনের ছোটখাটো ব্যাংকে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ ভেবে থাকেন অনেকেই। তবে, সেই ব্যাংক কতটা ঝুঁকিপূর্ণ তা বুঝে নেওয়ার কয়েকটা রাস্তা রয়েছে। চলুন স্মল ফিনান্স ব্যাংক নিরাপদ কিনা সেটা যাচাই করার পদ্ধতি জেনে নেওয়া যাক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১. DIGCI কভার –

প্রথমে যে স্মল সেভিংস ব্যাংকে বিনিয়োগ করতে চান, সেটি ইন্সুরেন্স এন্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন DIGCI এর পাঁচ লক্ষ টাকার বীমা কভারের আওতায় আসে কিনা জেনে নিন। এই বীমায় বিনিয়োগ করা মূলধন এবং সুদ দুইয়ের উপরে কভার থাকে। সাধারণত স্মল ফিনান্স ব্যাংকের স্থায়ী আমানত এই ধরনের বীমা কভার দিয়ে থাকে।

২. ব্যাংকের আর্থিক মূল্যায়ন করে ফেলুন –

বেশিরভাগ ছোট আর্থিক ব্যাংক তাদের ওয়েবসাইটে তাদের আর্থিক বিষয় প্রকাশ করে থাকে। আপনি স্মল ফিনান্স ব্যাংকের কারেন্ট সেভিংস অ্যাকাউন্ট, নেট স্টেবল ফান্ডিং রেশিও, লিকুইরিটি কভারেজ রেশিও এবং ক্যাপিটাল ইকুইডিটি রেশিও ঠিকঠাক রয়েছে কিনা সেটা দেখে নিতে পারেন।

৩. CASA অনুপাত –

এটি হলো একটি ব্যাংকের মোট আমানতের বর্তমান এবং সেভিংস একাউন্টের ডিপোজিটের অংশ। একটি CASA অনুপাত এর অর্থ হলো, ব্যাংক ভালো লাভ করছে এবং কম খরচে তহবিল সংগ্রহ করতে পারছে। অর্থাৎ সেই ব্যাংক বলতে গেলে ভালো চলছে।

About Author