Categories: দেশনিউজ

বেকারদের জন্য সুখবর! ৫ কোটি কর্মস্থানের ঘোষণা মোদি সরকারের!

Advertisement

Advertisement

নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক জনকল্যাণ মূলক কাজ করেই চলেছে। এবারেও তার অন্যথা হলো না। দেশের বেকারত্ব মেটাতে নতুন সিদ্ধান্ত নিলো মোদী সরকার। একটি দেশ উন্নতি লাভ করে মূলত শিল্পের মাধ্যমে। এবার শিল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্র। শুক্রবার দিল্লিতে ষষ্ঠ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এক্সপোতে কেন্দ্রীয় মন্ত্রী গড়করী উপস্থিত ছিলেন। তিনি আশ্বাস দিয়েছেন আগামী ৫ বছরের মধ্যে ৫ কোটি কর্মসংস্থান হবে। তিনি জানিয়েছেন, ‘ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের সমাধানের জন্য বেশ কিছু পদক্ষেপ নেবে কেন্দ্র।’। শিল্পের উন্নতির জন্য এই পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। বর্তমানে দেশে ক্ষুদ্র ও মাঝারি সংস্থাগুলির জিডিপি রয়েছে ২৯ শতাংশ, তা বাড়িতে ৫০ শতাংশ করার লক্ষ্যমাত্রা দেন গড়করী। দেশের ছোটো বড়ো শিল্পের উন্নতির জন্য এই উদ্যোগ নিচ্ছে কেন্দ্র।

Advertisement

Recent Posts