অলিম্পিক পদক জয়ী সাইনা নেহওয়াল-এর জীবনী নিয়ে বায়োপিক তৈরি হতে চলেছে বলিউডে। এই ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন এর ভুমিকায় অভিনয় করতে দেখা যাবে পরিণীতি চোপড়াকে। বৃহস্পতিবার সেই ছবি থেকে পরিণীতির লুক শেয়ার করলেন সাইনা নিজেই। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাইনা লেখেন ‘আমরা যমজ’।
My lookalike ?? @ParineetiChopra ?? #sainamovie ?? https://t.co/BfSDMWayJs
— Saina Nehwal (@NSaina) November 5, 2020
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই বায়োপিকে প্রথমে শ্রদ্ধা কাপুরকেই ভাবা হয়েছিল সাইনার চরিত্রে অভিনয়ের জন্য। কিন্তু সময় সুযোগ না হওয়ার কারণে পরিণীতিকে বেছে নেওয়া হয়। তবে পরিণীতির এই লুক বেশ পছন্দ হয়েছে সাইনার। এমনকি নেটিজেনরাও সোশ্যাল মিডিয়াতেও পরিণীতির সাইনা-লুক খুব পছন্দ করেছেন। ভাইরাল হয়েছে সেই লুক।
অভিনেত্রী পরিণীতি চোপড়া একটি সাক্ষাৎকারে জানিয়েছে প্রায় এক বছর ধরে অক্লান্ত প্রশিক্ষণ করে চলেছেন সাইনার চরিত্র সফল করার জন্য। শ্যুটিং পর্ব এখনও চলছে।