শ্রেয়া চ্যাটার্জি – প্রথম নারী সবিতা কভিন্দ মাস্ক তৈরীর মাধ্যমে প্রত্যেকে একটি শিক্ষা দিতে চেয়েছেন। তিনি দিল্লির আশ্রম গুলির জন্য মাস্ক তৈরি করে এটাই বোঝাতে চাইছেন এই রকম কঠিন পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের পাশে থাকা দরকার। তিনি নিজে একটি লাল মাস্ক পরে সমানে সেলাই করে চলেছেন মাস্ক। করোনা ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় হলো সামাজিক দূরত্ব বজায় রাখা।
তাই গোটা ভারতবর্ষ জুড়ে এমনকি বিশ্বের বেশিরভাগ জায়গাতেই এখন লকডাউন চলছে অর্থাৎ প্রত্যেকে কার্যত গৃহবন্দী। অকারণে বাইরে বেরোনো যাবে না এবং বেরোলে অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে। দিল্লি আরবান সেন্টার ইমপ্রুভমেন্ট বোর্ডের বিভিন্ন আশ্রয়স্থল গুলিতে এই মাস্ক বিতরণ করা হবে। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সাধারণত কাপড়ের মাস্ক, বা সার্জিক্যাল মাস্ক অথবা N95 মাস্ক ব্যবহার করার কথা বলা হচ্ছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowগোটা বিশ্ব করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত। আমেরিকা, ইতালি প্রমুখ উচ্চ শিক্ষিত দেশ আজকে করোনা ভাইরাস এর কাছে মাথা নত করেছে। প্রেম নগরী পরিণত হয়েছে প্রেত নগরীতে। প্রতিটি শহর পরিণত হয়েছে ভুতুড়ে শহরে। ভারতবর্ষেও করোনা ভাইরাস তার মারণ থাবা বসিয়েছে। কোন যুদ্ধ নয় কোনো রক্তপাত নেই, এমন একটি ভাইরাস গোটা বিশ্বকে তার আঙুলের ডগায় নিয়ে নাচাচ্ছে, তার সত্যি না দেখলে বিশ্বাস হত না। বুদ্ধিমান মানুষ এই ভাইরাস এর কাছে আজ হেরে গেছে। মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা আছে। বাড়ি থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অযথা আতঙ্কিত হবেন না, কোন গুজবে কান দেবেন না, সুস্থ থাকুন।