Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তোপসিয়ার অগ্নিকান্ডের ঘটনায় পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হয়েছে এ দমকল বিভাগের অত্যাধুনিক মেশিন ,রোবড়

কলকাতা: শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে অগ্নিকান্ডের ঘটনা নতুন কিছু নয়। এক এক সময় এমন ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে, সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে কার্যত বেগ পেতে হয় দমকলকর্মীদের। তাই দমকল…

Avatar

কলকাতা: শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে অগ্নিকান্ডের ঘটনা নতুন কিছু নয়। এক এক সময় এমন ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে, সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে কার্যত বেগ পেতে হয় দমকলকর্মীদের। তাই দমকল বিভাগের অত্যাধুনিক মেশিনের আগমন ঘটেছে। নাম রোবড়। এই যন্ত্রের মাধ্যমে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল, মঙ্গলবার তোপসিয়ার একটি কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। সেখানেই পরীক্ষামুলকভাবে রোবড়কে ব্যবহার করা হয়েছে।

একটি দমকলের গাড়ির সঙ্গে অনেক দমকলকর্মীর প্রয়োজন হয়। কিন্তু রোবড়ের ব্যবহারের ফলে অত্যাধুনিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং লোক সংখ্যা অনেক কম লাগবে বলে জানা গিয়েছে। তোপসিয়ার আগুন নিয়ন্ত্রণ করার সময় মন্ত্রী সুজিত বসুর সামনেই রোবড় দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলের কর্মীরা। দমকল মন্ত্রী সুজিত বসু এ প্রসঙ্গে বলেন, ‘এই প্রথমবার পরীক্ষামূলকভাবে রোবড়ের কাজ শুরু হল। এখন চারটি রোবড় থাকলেও পরীক্ষায় সফল হলে আরও আনা হবে। এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পকেট ফায়ার দ্রুত  নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বিভাগ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, তোপসিয়ার অগ্নিকান্ডের ঘটনায় দমকলের কুড়িটি ইঞ্জিন কাজ করলেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঝুপড়ি সহ বেশ কিছু গুদাম ঘর থাকায় আগুনের ব্যাপকতা ছড়িয়ে পড়ে। প্রচুর পরিমাণে কেমিক্যাল জাত পর্যাপ্ত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে সক্ষম হয়। সূত্রের খবর মজুত ছিল কেমিক্যাল জাত বিভিন্ন সামগ্রী সহ অ্যাসিড ও রং এর দাহ্য পদার্থ। আগুন এই সমস্ত দাহ্য পদার্থের  কাছে আসতেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ঐ জায়গায়।  এমনকি কারখানার পেছনে থাকা বেশ কিছু ঝুপড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।

About Author