কলকাতানিউজ

বাগবাজারের পর এবার নিউটাউন, আগুনের গ্রাসে একাধিক ঝুপড়ি

Advertisement
Advertisement

কলকাতা: বাগবাজারের (Bagbajar) বিধ্বংসী অগ্নিকাণ্ডের রেশ এখনও কাটেনি। আর তার আগেই বা বলা ভাল ২৪ ঘন্টার মধ্যেই ফের শহরের বুকে ঘটে গেল এক অগ্নিকাণ্ডের ঘটনা। এবার ঘটনাস্থল নিউটাউন (Newtown)। গতকাল, বৃহস্পতিবার (Thursday) সন্ধ্যেবেলায় সেখানকার শুলংগুড়ি উত্তরপাড়া এলাকার একাধিক ঝুপড়িতে হঠাৎ আগুন লেগে যায়। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আর এটুকুই আপাতত স্বস্তি দিয়েছে সকলকে।

Advertisement
Advertisement

জানা গিয়েছে, হঠাৎ স্থানীয় বাসিন্দারা ঝুপড়ির বাড়ি থেকে আগুন বের হতে দেখে। কোনওক্রমে নিজেদের সম্বল যে যেটুকু পেরেছে, সেটুকু নিয়েই বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়। ঘিঞ্জি এলাকা এবং সরু রাস্তা হওয়ার কারণে পথেই আটকে যায় দমকলের গাড়ি। তার ওপর হাওয়ার গতিবেগ বেশি থাকায় আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় চার থেকে পাঁচটি বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকলের গাড়ি প্রথমে ঢুকতে না পারায় স্থানীয় বাসিন্দারাই জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। পরবর্তী সময়ে দমকলের তৎপরতা এবং স্থানীয় বাসিন্দাদের সাহায্যে ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের কথার ওপর ভিত্তি করে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে, শট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড হয়। যদিও ৫০ থেকে ৬০ জন যুবকের তৎপরতায় ভয়াবহ আগুনের লেলিহান শিখা চার থেকে পাঁচটি বাড়িকে ভষ্মিভূত করেছে। স্থানীয় যুবকরা ঠিক সময়ে ঝাঁপিয়ে না পড়লে আগুন আরও অনেকটাই বাড়তে পারত বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখছে দমকল বাহিনী। কোনও হতাহতের খবর না থাকলেও এলাকার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button