কলকাতা: একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চলেছে শহরের বুকে। মঙ্গলবার তোপসিয়ার একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে যায়। যা পাশে থাকা বাকি কারখানার সঙ্গে বেশ কিছু ঝুপড়িকে মুহূর্তের মধ্যে পুড়িয়ে ভশ্বীভুত করে দিয়েছে। আর এবার গতকাল, বুধবার রাতে শহরের একটি অভিজাত হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিটি সেন্টার ২-এর কাছে চিনার পার্কের একটি হোটেলে এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘণ্টাখানেকের মধ্যেই দমকলকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যদিও কীভাবে এই আগুন লাগে, তা এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, রাত দশটা নাগাদ চিনার পার্কে অবস্থিত রাজ হোটেলের তৃতীয় ও চতুর্থ তল হঠাৎ করেই জ্বলে ওঠে। স্থানীয় এলাকার মানুষজন দেখতে পায় আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে হোটেলের বারান্দা থেকে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যারা ওই হোটেলে ছিলেন সেই সব অতিথিরা আতঙ্কিত হয়ে পড়ে। দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপুলিশি তৎপরতায় তড়িঘড়ি হোটেলে থাকা সমস্ত অতিথিদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছাতে পারেন ফরেনসিক বিশেষজ্ঞরা। সব মিলিয়ে আচমকা এই অগ্নিকান্ডের ঘটনায় এলাকা জুড়ে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।