Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

যুবরাজের বিরুদ্ধে এফআই দায়ের, কিন্তু কেন?

মুম্বই: যুবরাজ সিং-এর (Yubraj Singh) বিরুদ্ধে দায়ের এফআইআর! গত বছরের জাত-পাত নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরেই FIR করা হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং গত বছর ভারতীয়…

Avatar

মুম্বই: যুবরাজ সিং-এর (Yubraj Singh) বিরুদ্ধে দায়ের এফআইআর! গত বছরের জাত-পাত নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরেই FIR করা হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং গত বছর ভারতীয় ওপেনার রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে একটি ইনস্টাগ্রাম (Instagram) লাইভ সেশনে হাজির হয়েছিলেন। সেখানেই তাঁর একটি মন্তব্য নিয়ে তৈরি হয় বিতর্ক।

অভিযোগ, অন্যান্য ক্রিকেটারকে নিয়ে মশকরা করতে গিয়ে দলিতদের অসম্মান করে বসেন তিনি। জাত-পাত নিয়ে করা মন্তব্যের  জেরে কড়া সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, “আমি কখনওই জাত-পাত, বর্ণ কিংবা লিঙ্গের ভেদাভেদে বিশ্বাসী নই। আমি প্রতিটি মানুষকে সমানভাবেই দেখি ও তাঁদের হিতে কাজ করার চেষ্টা করি। নিঃস্বার্থে একে অপরের পাশে দাঁড়ানোই জীবন।”

যদিও হরিয়ানা বাসিন্দাদের একাংশ যুবরাজের নিঃশর্ত ক্ষমার পরও গোটা বিষয়টি নিয়ে রাগ পুশে রেখেছিলেন। তারই প্রমাণ মিলল এবার। সেই ঘটনার প্রায় আট মাস পর দায়ের হল এফআইআর।

হরিয়ানার হিসারের এক আইনজীবী যুবরাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।হাঁসি থানায় এই  তারকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ১৫৩এ, ২৯৫, ৫০৫ ধারায় মামলা রুজু হয়েছে।পাশাপাশি তফসিলি জাতি ও উপজাতি আইনের ৩  ধারাতেও কেস দায়ের করা হয়েছে।

About Author