রাস্তায় প্রকাশ্যে থুতু ফেললেই দিতে হবে জরিমানা। করোনা সংক্রমণের থেকে বাঁচতে নতুন সিদ্ধান্ত নিয়েছে গুজরাট। গুজরাটের প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে যে কোনো পাবলিক প্লেস বা রাস্তায় প্রকাশ্যে থুতু ফেললে দিতে হবে জরিমানা।
গুজরাটের স্বাস্থ্য সচিব জানিয়েছেন যে তারা এই প্রকাশ্যে থুতু ফেলার বিষয়টি আটকানোর জন্য চেষ্টা করছিলো। তাই সবার সাথে আলোচনা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে জরিমানা কিভাবে ঠিক করা হবে সেটা নিয়ে আলোচনা চলছে। তিনি আরো বলেছেন যে ১৮৯৭ সালের ইন্ডিয়ান এপিডেমিক আইন অনুসারে সমস্ত জেলাশাসক ও প্রশাসকদের হাতে রোগ প্রতিরোধ করার জন্য বিশেষ ক্ষমতাও দেওয়া হয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : করোনা মোকাবিলায় নতুন পদক্ষেপ, ২০০ কোটির তহবিল করছে রাজ্য সরকার
গুজরাটে সমস্ত সরকার অনুষ্ঠান, জমায়েত বন্ধ রাখা হয়েছে। গুজরাটে ৭৭ জনকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল। যার মধ্যে ৭২ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আর বাকি ৫ জনের রিপোর্ট এখনো আসেনি। তবুও সুরক্ষার জন্য গুজরাট সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে।