অফবিট

জেনে নিন মানব শরীরের কোন অঙ্গটি জন্মের পর আসে আবার মৃত্যুর আগে চলে যায়!

Advertisement
Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : আমরা সকলেই কমবেশি জানি। কিন্তু কেউই দাবি করতে পারেনা যে, সে সব কিছুই জানে। কারণ একজনের পক্ষে সবকিছু জানাটা সম্ভব হয়না। এমন অনেক ব্যাপার আছে যা তাবড় তাবড় বুদ্ধিমানকেও হার মানায়। বিভিন্ন চাকরির পরীক্ষাতে এমন কিছু প্রশ্ন থাকে, যেগুলো আমরা উত্তর দিতে হিমশিম খেয়ে যাই, কিন্তু উত্তর জানার পর মনে হয়, “ইশশ আমি কি বোকা”। তেমনই কিছু প্রশ্ন আর তার উত্তর আজ আপনাদের বলবো! যেগুলো শুনলে আপনিও উত্তর দিতে হিমশিম খেয়ে যাবেন। আর যখন তার উত্তর শুনবেন তখন মনে হবে যে এত সহজ ছিল প্রশ্নটা। দেখে নিন এমনই কিছু প্রশ্ন-

Advertisement
Advertisement

প্রশ্ন ১ঃ ভারতের ক্ষেত্রফলের দিক থেকে সব থেকে বড় রাজ্য কি ?

Advertisement

উত্তরঃ আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি আয়তনের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য রাজস্থান। কিন্তু এটা একটু ঘুরিয়ে দিয়েছে। যারা বুদ্ধিমান, মুখস্থ না করে বুঝে পড়ে, তারাই পারবে।

Advertisement
Advertisement

প্রশ্ন ২ঃ মেয়েদের শরীরের কোন জিনিস আমরা খেতে পারি ?

উত্তরঃ প্রশ্ন শুনে প্রথমে মনে অশ্লীল ভাবনা আসলেও এটির উত্তর শুনলে আপনি বোকা বনে যাবেন। এই প্রশ্নের উত্তর হল ঢ্যাঁড়শ। যা ইংরাজিতে আমরা lady finger বলে জানি।

প্রশ্ন ৩ঃ শরীরের কোন অঙ্গ জন্মের পর আসে আবার মৃত্যুর আগে চলে যায়?

উত্তরঃ প্রশ্ন শুনে অবাক হলেও উত্তরটা কিন্তু জলের মতোই সোজা। এর উত্তরটি হলো দাঁত। দাঁত, যা জন্মের প্রায় ৬ মাস পর থেকে উঠতে শুরু করে এবং বৃদ্ধ হলে তা পড়ে যায়।

অবাক করা এই প্রশ্নগুলি সত্যিই বুদ্ধির পরীক্ষার জন্য বেশ কঠিন।

Advertisement

Related Articles

Back to top button