Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুশান্তের স্বপ্ন পূরণ করার জন্য কী পদক্ষেপ নিচ্ছে সুশান্তের পরিবার, জানুন

বাড়ির একমাত্র ছেলের মৃত্যুর খবর কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবারের লোকেরা। চার দিদির একমাত্র আদরের ছোট ভাই সুশান্ত। আর এবার সুশান্তের সমস্ত স্মৃতিকে যত্নে তুলে রাখতে চাইছে পরিবার। আর…

Avatar

বাড়ির একমাত্র ছেলের মৃত্যুর খবর কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবারের লোকেরা। চার দিদির একমাত্র আদরের ছোট ভাই সুশান্ত। আর এবার সুশান্তের সমস্ত স্মৃতিকে যত্নে তুলে রাখতে চাইছে পরিবার। আর তাই তাঁরই নামে সুশান্তের পরিবারের পক্ষ থেকে গঠন করা হচ্ছে ‘সুশান্ত সিং রাজপুত ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশনের মাধ্যমে সুশান্তের স্বপ্ন পূরণ করার চেষ্টা করা হবে।

সুশান্তের কোনো গডফাদার ছিল না, নিজের প্রতিভায় সে বলিউডে জায়গা করে নিয়েছিল। এবার সুশান্তের এই ফাউন্ডেশনে কোনো গডফাদার না থাকা তরুণ ও প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীদের পাশে দাঁড়াবে এই সংস্থা। আজ পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা হয়,” ওঁর অনেক কর্মশক্তি ছিল। খুব কথা বলত আর খুব মেধাবী ছিল। সব বিষয়ে ওঁর অপার কৌতূহল ছিল। স্বপ্ন দেখতে ভালোবাসত, আর ভালোবাসত  স্বপ্নকে ছুঁয়ে দেখতে। হাসিখুশি থাকত। আমাদের পরিবারের গর্ব ও অনুপ্রেরণা ছিল। টেলিস্কোপ ছিল ওঁর সবচেয়ে প্রিয়, আর ওই টেলিস্কোপ দিয়েই তারা দেখত সুশান্ত।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়েছে,” ওঁর হাসি, ওঁর সেই চোখের তাকানো, সারাদিন বিজ্ঞান নিয়ে চর্চা আর কিছুই আমরা দেখতে পারবো না। যা আমরা একদম মেনে নিতে পারছি না। আমাদের যা ক্ষতি হয়ে গেল, তা আর কোনোদিন পূরণ হবে না। “তাই এবার যেখানে সুশান্ত জন্মেছিলেন, সেই বিহারের পাটনার রাজীব নগরে এক স্মৃতিসৌধ বানানো হবে। সেখানে সুশান্তের বই, টেলিস্কোপ, সমস্ত জিনিস যত্ন করে রাখা হবে। এমনকি তাঁর সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিও সচল রাখা হবে। সুশান্তের পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে। সুশান্তকে ‘গুডবাই ‘বলেছে পরিবার।

About Author