আঁধার কার্ড এখন একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। বর্তমান সময়ে এটি পরিচয়পত্র হিসেবেও কাজ করে। এছাড়া ব্যাংক এ অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে মোবাইল সিম কেনা সব জায়গায় অধার এখন কার্যকরী।
আপনার অজান্তেই আপনার আধার কার্ডটি বাতিল হয়ে যায়নি তো? অজান্তেই বাতিল হয়ে যেতে পারে। কিন্তু আপনার কার্ডটি বৈধ আছে কিনা, এখনও কাজ করছে কিনা জানা যাবে একটি সহজ উপায়ে। দেখে নিন কিভাবে চেক করবেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowUIDAI -এর এই পোর্টালে এই সংক্রান্ত সব তথ্য পাওয়া যায়। প্রথমে আপনাকে resident.uidai.gov.in -এ লগ ইন করতে হবে। তারপর আপনি ওই ওয়েবসাইটে গিয়ে Verify Aadhaar Number’ facility’ অপশনে ক্লিক করুন। এই পেজে ঢুকে আঁধার কার্ড এর যাবতীয় তথ্য দিতে হবে। এরপর ‘Enter Security Code’-এ ক্লিক করুন। এরপর স্কিনে দেখানো কোড লিখে ‘Verify’ অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনার ফোনে একটি মেসেজ আসবে যে আপনার আধার কার্ডটি ভেরিফাই করে।
আপনার আধার কার্ডটি বাতিল হয়ে থাকলে ‘doesn’t exist দেখাবে। আর ভাপনার কার্ডটি যদি বৈধ হয় তাহলে আপনার আধার নম্বরের শেষ তিনটি সংখ্যা ও বয়স দেখানো হবে।