Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জেনে নিন পেনশনভোগীরা কিভাবে লাইফ সার্টিফিকেট অনলাইনে সাবমিট করবেন

পেনশনভোগীদের পেনশন গ্রহণ অব্যাহত রাখতে ৩০শে নভেম্বরের মধ্যে একটি লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। ৮০ বছরের কম বয়সীদের জন্য গত শুক্রবার থেকে অনলাইনে এই…

Avatar

পেনশনভোগীদের পেনশন গ্রহণ অব্যাহত রাখতে ৩০শে নভেম্বরের মধ্যে একটি লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। ৮০ বছরের কম বয়সীদের জন্য গত শুক্রবার থেকে অনলাইনে এই লাইফ সার্টিফিকেটটি জমা দেওয়ার একটি উইন্ডো খুলে দেওয়া হয়েছে, যেখানে তাঁরা জমা দিতে পারবেন তাদের লাইফ সার্টিফিকেট।

লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শেষ তারিখ

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

৮০ বছরের কম বয়সী যারা পেনশন পান তাঁরা তাদের লাইফ সার্টিফিকেট ১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে পারবেন। ৮০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে এটি ১ অক্টোবর থেকে জমা নেওয়া হচ্ছে। দুক্ষেত্রেই ৩০ নভেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে এটি।

পেনশন ভোগীদের কিভাবে লাইফ সার্টিফিকেট সাবমিট করতে হবে জেনে নিন

কেন্দ্র সরকার ২০১৪ সালে পেনশন ভোগীদের জন্যে আধার বেসড বায়োমেট্রিক ডিজিটাল লাইফ সার্টিফিকেট লঞ্চ করেছিল। আপনি যদি এটা বাড়ি থেকেই জমা দিতে চান তাহলে আপনার কাছে একটি STQC ডিভাইস থাকতে হবে। STQC না থাকলে কাছাকাছি কোনো সিটিজেন সার্ভিস সেন্টার (CSC) যে যেতে হবে। ‘জীবন প্রমান এপ্লিকেশন’ টি ডাউনলোড করতে হবে ফোন বা কম্পিউটারে। এখানে আপনার নাম, আধার নম্বর, PPO নম্বর, পেনশন একাউন্ট নম্বর, ব্যাংক ডিটেইলস, পেনশন অনুমোদন কর্তৃপক্ষের নাম এগুলো দিতে হবে। আধার ভেরিফিকেশন কমপ্লিট হলে একটি পিডিএফ কপি ডাউনলোড হয়ে যাবে, যেটি হবে আপনার জীবন প্রমান আইডি। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ২.৬ কোটি পেনশন ভোগী অনলাইনে এই লাইফ সার্টিফিকেট দাখিল করেছেন।

About Author