কিছু সংবাদ সংস্থা এ নিয়ে ভুল বার্তা রটিয়েছে বলে দাবি রেলের। একইসঙ্গে ওই ট্যুইটে আরও জানানো হয়েছে যে, এই সংক্রান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হলে তা অবশ্যই সমস্ত স্টকহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে। এই ধরনের কোন খবরে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে রেল। লকডাউন শুরু হওয়ার ২২ শে মার্চ জনতা কার্ফুর দিন থেকে দেশ জুড়ে যাত্রীবাহী রেল চলাচল বন্ধ করে ভারতের রেল মন্ত্রক।Ministry of Railways has not issued any protocol regarding passenger travel during post lockdown period, as has been incorrectly reported in some media reports
As and when a decision is taken, all stakeholders would be intimated. Please do not be guided by any misleading report— Ministry of Railways (@RailMinIndia) April 9, 2020
আদৌ কবে থেকে শুরু হবে ট্রেন চলাচল? যাত্রীদের উদ্দেশ্যে স্পষ্ট জানালেন রেল মন্ত্রক
করোনা সংক্রমণ ঠেকাতে জারি হওয়া লকডাউনের সময়সীমা শেষ হয়ে এসেছে। লকডাউন পরবর্তী সময়ে রেল চলাচল স্বাভাবিক হচ্ছে কিনা সে নিয়ে নানান মত প্রকাশ করেছেন অনেকেই। এর আগে বিভিন্ন সংবাদ সংস্থার…

আরও পড়ুন