Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Mithai: মিঠাইকে ‘আই লাভ ইউ’ বললো সিদ্ধার্থ, প্রোমো ভাইরাল হতেই উচ্ছ্বসিত ধারাবাহিক অনুরাগীরা

বর্তমানে টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল 'মিঠাই'। গত ৪৪ সপ্তাহ ধরে এই ধারাবাহিক এক নম্বর স্থান ধরে রেখেছিল। তবে বর্তমানে প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসার নতুন ধারাবাহিক 'গাঁটছড়া' মিঠাইয়ের এক…

Avatar

বর্তমানে টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’। গত ৪৪ সপ্তাহ ধরে এই ধারাবাহিক এক নম্বর স্থান ধরে রেখেছিল। তবে বর্তমানে প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসার নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’ মিঠাইয়ের এক নম্বর স্থান কেড়ে নিল। তবে সেই স্থান ফিরে পেতে রীতিমতো মরিয়া পদক্ষেপ ধারাবাহিকের পরিচালকের। সম্প্রতি ধারাবাহিকের নতুন প্রোমো ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে অবশেষে সিদ্ধার্থ নিজের মনের কথা জানালো মিঠাইকে, যা দেখে রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়েছে মিঠাই অনুরাগীরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি ভাইরাল হওয়া প্রোমোতে দেখা যাচ্ছে পাহাড়ের বুকে চা বাগানের মাঝে দাঁড়িয়ে মিঠাইকে নিজের মনের কথা জানাচ্ছে সিদ্ধার্থ। অবশেষে সে বুঝতে পেরেছে মিঠাইয়ের প্রতি তার ভালোবাসার কথা। এবার সে খুব শীঘ্রই সেই কথা জানাবে তার তুফানমেলকে। মিঠাইয়ের প্রতি সিদ্ধার্থের ভালোবাসার কথা অজানা নয় কারোরই। কিন্তু এতদিন সে নিজেই সেই ভালোবাসার মানতে চাইছিল না। অবশেষে সে বুঝতে পেরেছে নিজের অনুভূতির কথা, তাতেই বেজায় খুশি দর্শকরা।

গত একবছর ধরে মিঠাই অনুরাগীরা অপেক্ষায় ছিল এই এপিসোডটির। তাদের মতে এটাও আবার মিঠাইয়ের ভাষায় ডিরিম নয় তো! তবে না এবার সত্যিই পাহাড়ের বুকে দাঁড়িয়ে উচ্ছেবাবু বলবে তার মনের কথা। ভিডিওতে দেখা যাচ্ছে সিদ্ধার্থের মুখে ভালোবাসার কথা শুনে বিশ্বাস করতে পারছে না মিঠাই। সে আবারও সেই কথা বলতে বলে তাকে। সিদ্ধার্থ চিৎকার করে জানায় তার ভালোবাসার কথা এবং তাকে জড়িয়ে ধরে। অবশেষে তাদের মিলন হবে, এটা ভেবেই খুশি মিঠাই অনুরাগীরা। আগামী ভালোবাসার দিনে অর্থাৎ ১৪’ই ফেব্রুয়ারি দেখানো হবে এই এপিসোড।

About Author