Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা ভাইরাসের কোপ, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ স্থগিত ঘোষণা করলো ফিফা

নয়া দিল্লি : করোনা ভাইরাসের জেরে বিশ্ব জুড়ে বাতিল হচ্ছে একের পর এক ক্রীড়া প্রতিযোগিতা। এবার সেই তালিকায় নাম উঠে এলো ভারতে অনুষ্ঠিত হতে চলা মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের। ফুটবল নিয়ামক…

Avatar

নয়া দিল্লি : করোনা ভাইরাসের জেরে বিশ্ব জুড়ে বাতিল হচ্ছে একের পর এক ক্রীড়া প্রতিযোগিতা। এবার সেই তালিকায় নাম উঠে এলো ভারতে অনুষ্ঠিত হতে চলা মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের। ফুটবল নিয়ামক সংস্থা ফিফা জানিয়েছে, করোনা ভাইরাসের জন্য আপাতত এই প্রতিযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং পরে কবে প্রতিযোগিতা হতে পারে তা জানানো হবে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের পাশাপাশি স্থগিত করা হয়েছে মেয়েদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও। এবারের মেয়েদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পানামা ও কোস্টারিকায়।

করোনা ভাইরাসের কোপ, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ স্থগিত ঘোষণা করলো ফিফা

২০২০ এর নভেম্বরের ২ থেকে ২১ পর্যন্ত হওয়ার কথা ছিল মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। কলকাতা, নভি মুম্বই, ভুবনেশ্বর, আমদাবাদ ও গুয়াহাটিতে হওয়ার কথা ছিল প্রতিযোগিতার ম্যাচ গুলি। কিন্তু ভারত এবং বাকি বিশ্বের বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে আপাতত প্রতিযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে, ‘বর্তমান বিশ্বের পরিস্থিতির দিকে তাকিয়ে ফিফা বিশ্বকাপ আয়োজন নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তাকে আমরা সমর্থন করি।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভারতে বিশ্বকাপের স্থানীয় আয়োজকদের তরফে জানানো হয়েছে, ‘ফিফা এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশন মিলে যে সিদ্ধান্ত নিয়েছে তাকে আমরা সমর্থন করছি। বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে সকলের স্বাস্থ্যের বিষয়টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দেশের খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, খেলার শহরগুলি, বিদেশ থেকে আসা দর্শক সকলের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা নভেম্বরেই প্রতিযোগিতা আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্তই আমরা মেনে নিচ্ছি। আশা করছি ভবিষ্যতে এই প্রতিযোগিতা আমরা সফল ভাবেই আয়োজন করতে পারবো।’

About Author