সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ‘তুমহারি দিশা অফিসিয়াল’ নামের একটি ইনস্টা পেজ থেকেই সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নেওয়া হয়েছিল বেশ কিছু সময় আগে। এই ঝলকে এক মাঝবয়সী মহিলাকে ‘ফেভিকল’ গানের তালেই দুর্দান্ত দক্ষ নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। নেটনাগরিকদের একাংশের মতে, পর্দার কারিনা কাপুর খানকেও রীতিমতো টেক্কা দিতে চেয়েছেন তিনি। এদিন মানানসই শিফন শাড়ি পরেছিলেন দিশা। লাল পোশাকে রিল বানিয়েছিলেন ঐ যুবতী। আপাতত, সেই সূত্রেই একাংশের মাঝে চর্চিত এই মাঝবয়সী মহিলা। উল্লেখ্য, এই মহিলা যে ক্যামেরার সামনে এই ধরনের রিল ভিডিও বানাতে যথেষ্ট সাবলীল সেকথা তাকে দেখলেই স্পষ্ট হবে।View this post on Instagram
‘ফেভিকল সে’, শাড়ির আচল সরিয়ে সাহসী নাচ নাচলেন এই কমবয়সী মহিলা, দেখে বুড়োরাও তরুণ হয়ে গেল
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরেছেন। ফলও পেয়েছেন হাতেনাতে। বর্তমান…

আরও পড়ুন