Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জ্বর, গলা ব্যাথা, কাশি, তাহলে কি করোনায় আক্রান্ত? কীভাবে বুঝবেন

জ্বর জ্বর ভাব, সাথে রয়েছে গলা ব্যাথা, কাশি, তার মানেই কি আমি করোনা আক্রান্ত? না না এমনি ভাববার কোনো দরকার নেই। আপনার জ্বর হয়েছ মানেই আপনি করোনা আক্রান্ত নন। চারিদিকের…

Avatar

জ্বর জ্বর ভাব, সাথে রয়েছে গলা ব্যাথা, কাশি, তার মানেই কি আমি করোনা আক্রান্ত? না না এমনি ভাববার কোনো দরকার নেই। আপনার জ্বর হয়েছ মানেই আপনি করোনা আক্রান্ত নন।

চারিদিকের যা পরিস্থিতি তাতে না চাইলেও মনের মধ্যে একটা আশঙ্কা এসেই যায়। বিশ্ব জুড়ে যেখানে হাজার হাজার লাশ এর বন্যা বইছে প্রতিদিন, যেখানে দাঁড়িয়ে এই সময়ের জ্বরটা সত্যি অনেক আতঙ্ক নিয়ে আসে মনের মধ্যে। এমনিতেই এটা ঋতু পরিবর্তনের সময়, প্রত্যেক বছর প্রায় এই সময়টাতে অনেক মানুষই জ্বর, ঠান্ডা লাগা, কাশিতে ভুগতে থাকেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বসন্তের এই মিষ্টি ঠান্ডাটা কেমন উপভোগ্য, তেমনি কিন্তু ফ্লু এরও কারণ, এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। তবে প্রতি বছরের এই গল্প তোকে বদলে দিয়েছে করোনা নামের আতঙ্ক। আর এই জ্বর সেখানে নিয়েছে মহামারীর আকার। তবে সাধারন জ্বর, এই সংক্রমণ এর দ্বারা জ্বর রয়েছে নিজস্ব কিছু উপসর্গ। যেগুলো আপনার জানা থাকলে হয়ত আপনার জ্বর নিয়ে দুশ্চিন্তা কিছুটা লঘু হতে পারে। আসুন জেনে নেওয়া যাক সাধারন জ্বর, আর এই সংক্রম এর জ্বর এর কিছু পার্থক্য।

যদি আপনি কোনো ভাবে সাধারন জ্বর এ আক্রান্ত হলে পড়েন, তবে আপনার উপসর্গ গুলো কিছুটা এইরকম, নাক দিয়ে জল পড়া, জ্বর ও কাশি। সেখানে কোনো শ্বাসকষ্টের সমস্যা নেই বললেই চলে। কিন্তু করোনা ভাইরাসের ক্ষেত্রে আক্রান্ত ব্যাক্তির সংস্কস্তের উপসর্গ দেখা যায়। কারণ ভাইরাসটির ফুসফুসে গিয়ে আক্রমন করে, এবং ব্যাক্তির আশক্ত দেখা দেয়, সাথে জ্বর, ও কাশি। এক্ষেত্রে নাক দিয়ে জল পড়ার কোনো উপসর্গ মেলে না। এছাড়াও সংক্রমণ যত শরীরে ছড়াতে থাকবে ভীষণ পরিমাণে গা হাত পা ব্যাথা, বমি কিংবা পেট খারাপ এর প্রবণতা দেখা যায়। এই উপসর্গ গুলো যদি আপনার মধ্যে থেকে থাকে, তবে দেরি না করে তাড়াতাড়ি ডক্টর এর পরামর্শ নেওয়া উচিত।

অযথা ভয় পাবেন না, আতঙ্ক যতই প্রবল হোক না কেনো, ভয় কে কোনো ভাবে মনের মধ্যে বাসা বাঁধতে দেবেন না। মনে রাখবেন আপনার মনের জোরই আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে। সুস্থ থাকুন, ঘরে থাকুন, নিজে সুরক্ষিত থাকুন, আর সবাই কে সুরক্ষিত রাখুন।

About Author