বিনোদন জগতের এখন প্রধান তারা সোশ্যাল মিডিয়া। আট থেকে আশি সকলের হাতে মোবাইল ফোন চলে আসায় এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করা অত্যন্ত সহজলভ্য হয়ে গিয়েছে। তাই তো গোটা বিশ্বে জনপ্রিয় বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। বর্তমানে ট্রেন্ড হয়েছে কোনো কিছু ঘটনা ঘটলেই তা ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা। আসলে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও বা ছবি পোস্ট করলে তা নেটিজেনরা লাইক ও কমেন্ট করেন। যার ফলে ওই পোস্ট ভাইরাল হয়ে যেতে পারে।
বিভিন্ন ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। কোনো কোনো ভিডিওতে থাকে কারুর নাচ, গান তো কোনো ভিডিওতে থাকে অবাক করা ঘটনার কিছু মুহূর্ত। তবে সম্প্রতি এবার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বলিউডের বিখ্যাত গানে নাচ করতে দেখা গিয়েছে এক আইএএস অফিসারকে। ছাত্রদের সাথে নাচতে দেখা গিয়েছে ওই মহিলা আইএএস অফিসারকে। তাঁর নাম দিব্যা। সে কেরালার পাঠানমথিট্টা জেলার ডিএম।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowওই মহিলা ছাত্রদের সাথে আইএএস অফিসার রণবীর সিং দীপিকা পাড়ুকোন অভিনীত গোলিয়ন কি রাসলীলা রাম-লীলার ‘নাগাদা সাং ঢোল…’ গানে তুমুল নাচ করেছেন। এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়াতে। ভিডিওতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা। সকলে প্রশংসার ঝড় তুলেছে ইন্টারনেটে।