জীবনযাপন

বিয়ের পরও একা লাগছে? রইলো সমস্যা থেকে মুক্তির উপায়

Advertisement
Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : বিয়ে একটি সামাজিক বন্ধন। বিয়ের বন্ধনে আমরা জীবনে চলার পথে নতুন সঙ্গী পাই। যার সঙ্গে ভালোবাসা আবেগ জড়িয়ে থাকে। অনেক বকবক যে মন দিয়ে শুনতে পছন্দ করেন। যার সাথে সব কথা ভাগ করে নেওয়া যায়। যার প্রতি থাকে অগাধ বিশ্বাস।

Advertisement
Advertisement

তবে বিয়ের সব গল্পই কি এরকম হয়? বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরও অনেক সময় একাকীত্ব থেকে যায় অনেকের মধ্যেই। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায় ।

Advertisement

বিশেষজ্ঞদের মতে প্রতিনিয়ত যদি কোন মানুষ বিয়ের পরে একাকীত্ব অনুভব করে থাকেন তবে তা থেকে ডিপ্রেশনের মতো জটিল সমস্যা দেখা দিতে পারে। যার ফলে সম্পর্কের ভবিষ্যৎ সম্বন্ধে জটিলতা সৃষ্টি হয়।

Advertisement
Advertisement

খুব ঘনঘন যদি আপনার একাকীত্ব অনুভূত হয়ে থাকে তবে এই সমস্যার ওপর আপনার নজর দেওয়া প্রয়োজন–

নিজেকে সময় দিন —
আমরা জানি যে অতিরিক্ত কোন কিছুই আমাদের পক্ষে ভালো নয় । তাই কারোর প্রতি মানসিকভাবে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে না পড়াই ভালো ।সব ক্ষেত্রে আপনার সঙ্গী নির্ভরশীল প্ল্যান না করে নিজে প্ল্যান তৈরি করতে শিখুন ।তার জন্য দরকার পড়লে বন্ধুবান্ধব বা ফ্যামিলিকে নিয়ে সময় কাটান ।শপিং করা বা সিনেমা দেখা নিজে করতে শিখুন। দেখবেন ভালো লাগবে।

ইগো দূরে রাখা–
ইগো এমন এক জিনিস যা মানুষকে সকলের থেকে আলাদা করে দেয় ।সুতরাং সম্পর্কের মাঝে ইগো আসতে দেওয়া চলবে না ।আপনার সঙ্গীর সাথে সরাসরি কথা বলুন ।কোনো ঝামেলা হয়ে থাকলে তা খোলামেলা আলোচনার মাধ্যমে দূর করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ ।

একসঙ্গে সময় কাটান–
অনেক সময় কাজের চাপের কারণে দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রীর সাথে অনেক বেশি সময় কাটানো হয়ে ওঠে না ।ফলে একাকিত্বের সৃষ্টি হয় ।সুতরাং কাজের ফাঁকে একটু সময় বের করে সঙ্গীর সাথে কিছুটা সময় কাটানো দরকার।

Advertisement

Related Articles

Back to top button