Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Saraswati Puja 2025: ২ না ৩ ফেব্রুয়ারি, কবে করবেন সরস্বতী পুজো? জেনে নিন সঠিক তিথি ও সময়

আসন্ন সরস্বতী পুজো ঘিরে অনেকের মনেই রয়েছে সংশয়—কবে হবে দেবী সরস্বতীর আরাধনা? ২০২৫ সালে সরস্বতী পুজো মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হবে, যা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। সরস্বতী পুজোর…

Avatar

আসন্ন সরস্বতী পুজো ঘিরে অনেকের মনেই রয়েছে সংশয়—কবে হবে দেবী সরস্বতীর আরাধনা? ২০২৫ সালে সরস্বতী পুজো মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হবে, যা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। সরস্বতী পুজোর সঠিক দিন ও সময় নিয়ে বিস্তারিত জানতে পঞ্জিকার দিক নির্দেশনা দেখুন।

সরস্বতী পুজো ২০২৫: দিনক্ষণ

মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর আরাধনা করা হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

– পঞ্চমী তিথি শুরু: ২ ফেব্রুয়ারি, রবিবার সকাল ৯টা ১৪ মিনিটে।
– পঞ্চমী তিথি শেষ: ৩ ফেব্রুয়ারি, সোমবার সকাল ৬টা ৫২ মিনিটে।

উদয়া তিথি অনুসারে, ৩ ফেব্রুয়ারি হল বসন্ত পঞ্চমী, যা সরস্বতী পুজোর দিন হিসেবে বিবেচিত। তবে যেহেতু সেদিন খুব সকালে পঞ্চমী তিথি শেষ হয়ে যাচ্ছে, তাই ২ ফেব্রুয়ারি অথবা ৩ ফেব্রুয়ারি, কবে পুজো করবেন তা নিয়ে অনেকেই দ্বিধায় রয়েছেন।

জ্যোতিষবিদদের মতামত

বেণীমাধব শীলের গার্হস্থ্য পঞ্জিকা অনুসারে,
– পঞ্চমী তিথি ২ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৩৪ মিনিটে পড়ছে এবং ৩ ফেব্রুয়ারি সকাল ৯টা ৫৯ মিনিটে শেষ হচ্ছে।
– যদিও ৩ ফেব্রুয়ারির সকালেই পঞ্চমী তিথি শেষ হবে, তবে উদয়া তিথি অনুসারে জ্যোতিষবিদরা বসন্ত পঞ্চমীর পুজো ৩ ফেব্রুয়ারি করার পরামর্শ দিচ্ছেন।

বসন্ত পঞ্চমীর মাহাত্ম্য

বসন্ত পঞ্চমী শুধু সরস্বতী পুজোর জন্যই নয়, বরং প্রকৃতিতে বসন্ত ঋতুর আগমনের বার্তাও নিয়ে আসে। এই দিন জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতীর পাশাপাশি গণেশ, লক্ষ্মী, নবগ্রহ এবং শিক্ষার প্রতীক বই, খাতা, পেন, বাদ্যযন্ত্রেরও পূজা করা হয়।

অনেক বাড়িতে এদিন শিশুদের হাতেখড়ির আয়োজন করা হয়। বসন্ত পঞ্চমী থেকেই শীত ঋতুর বিদায় এবং বসন্তের আগমন শুরু হয়।

কেন ৩ ফেব্রুয়ারি পুজোর জন্য আদর্শ?

যদিও ২ ফেব্রুয়ারি পঞ্চমী তিথি শুরু হচ্ছে, তবে ৩ ফেব্রুয়ারি সকালে পঞ্চমী শেষ হওয়ার আগেই পুজো সেরে নেওয়ার পরামর্শ দিয়েছেন জ্যোতিষবিদরা। কারণ, উদয়া তিথি অনুসারে ৩ ফেব্রুয়ারিই বসন্ত পঞ্চমী হিসেবে বিবেচিত।

তাহলে, এই বছর দেবী সরস্বতীর আরাধনার জন্য ৩ ফেব্রুয়ারি সোমবার দিনটি বেছে নিন এবং যথাযথ নিয়ম মেনে পুজো করুন।

About Author