ফের ভাইরাল হলো নাগপুরের ছোট্ট অনুশ্রু ত এর ভিডিও। ভাইরাল হওয়ার কারণ হলো তার চুল কাটা …চুল কাটার সময় চুল না কাটার জন্য নানা রকম ভঙ্গি করার জন্য। সেই ভিডিও দেখে নেটিজেনরা হেসেই খুন। আবার ভাইরাল হলো তার চুল কাটার ভিডিও। চুল কাটবে না বলে সে নানারকম ভাবে নাপিতকে কথার দ্বারা বিব্রত করার চেষ্টা করছে। মুখ ফুলিয়ে রেগে গেছে ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে কিন্তু কথা বলা বন্ধ হচ্ছে না। চুল কাটার আগেই জানিয়ে দিচ্ছে যে তার ভালো লাগছে না চুল কাটতে আবার নাপাইট কে জিজ্ঞাসা করছে ” তোমার নখ আছে, অমর নখ আছে। আমি তোমাকে নখ দিয়ে খামচে দেবো” এই ভিডিও দেখে তো সবাই হেসেই খুন। শেষপর্যন্ত যখন নাপিত বলে আর একটু চুল কাটা বাকি আছে তখন ভয়ে খুদে বলছে আমি তো টাকলু হয়ে যাবো। নিমিসের মধ্যে এই হাসির ভিডিও ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মন জিতে নেয়। স্থানীয় নিউজ চ্যানেল এই এই ভিডিও ভাইরাল হয়।My baby Anushrut Haircut is Back – 2.1
— Anup Jiwan Petkar (@Anup20992699) January 22, 2021
Youtube link –https://t.co/O9pqySHVFH#areyaarmatkarooo…#haircut #angry😡#funny #origanal #socialmedia #treanding #kidhaircut #ViralVideos #viralvideo2021 @viralbhayani77 @RichaChadha @divyadutta25@aajtak @ZeeNews @Rjabhineet935 pic.twitter.com/3byNxC8t0T
টাকলু হয়ে যাওয়ার ভয়ে চুল কাটতে গিয়ে কেঁদে ভাসালো পুঁচকে, ভাইরাল ভিডিও
নিত্যদিন আমাদের জীবনে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব বেড়ে চলেছে। মানুষ এটি এমন একটি প্লাটফর্ম হিসেবে ধরে নিয়েছে যার মাধ্যমে সারা বিশ্বের কাছে নিজেকে এবং নিজের প্রতিভাকে তুলে ধরতে সক্ষম হয়। যত…

By

আরও পড়ুন
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?