Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

PNB FD Return Calculator: PNB-তে ২০০০ দিনের জন্য ৪ লাখ টাকার FD? ম্যাচিউরিটিতে কত রিটার্ন পাবেন, জেনে নিন!

ফিক্সড ডিপোজিট (FD) সুরক্ষিত বিনিয়োগের অন্যতম সেরা বিকল্প। শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের তুলনায় FD-তে ঝুঁকি নেই এবং বাজারের ওঠানামার প্রভাব পড়ে না। বিনিয়োগের সময়ই সুদের হার নির্ধারিত থাকে, তাই…

Avatar

ফিক্সড ডিপোজিট (FD) সুরক্ষিত বিনিয়োগের অন্যতম সেরা বিকল্প। শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের তুলনায় FD-তে ঝুঁকি নেই এবং বাজারের ওঠানামার প্রভাব পড়ে না। বিনিয়োগের সময়ই সুদের হার নির্ধারিত থাকে, তাই মেয়াদ শেষে নিশ্চিত রিটার্ন মেলে।

PNB-তে ফিক্সড ডিপোজিটের সুদের হার

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে FD করার সুযোগ দেয়। বর্তমানে ১৯৮৬ দিন থেকে ১০ বছর পর্যন্ত FD-এর সুদের হার
সাধারণ গ্রাহকদের জন্য – ৬.৫০%
প্রবীণ নাগরিকদের জন্য – ৭.৩০%

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিভিন্ন মেয়াদে PNB-এর সুদের হার:

৭-৪৫ দিন: সাধারণ গ্রাহকদের জন্য ৩.৫০%, সিনিয়র সিটিজেনদের জন্য ৪%
৪৬-৯০ দিন: সাধারণ ৪.৫০%, সিনিয়র ৫%
৯১-১৭৯ দিন: সাধারণ ৫.৫০%, সিনিয়র ৬%
১৮০-২৭০ দিন: সাধারণ ৬.২৫%, সিনিয়র ৬.৭৫%
২৭১-২৯৯ দিন: সাধারণ ৬.৫০%, সিনিয়র ৭%
৩০০ দিন: সাধারণ ৭.০৫%, সিনিয়র ৭.৫৫%
৪০০ দিন: সাধারণ ৭.২৫%, সিনিয়র ৭.৭৫%

২০০০ দিনের জন্য ৪ লাখ টাকার FD করলে কত টাকা পাবেন?

এফডি ক্যালকুলেটর অনুযায়ী, ৬.৫০% সুদের হারে ৪ লাখ টাকা বিনিয়োগ করলে ম্যাচিউরিটিতে মিলবে –
সাধারণ গ্রাহকদের জন্য: ৫,৬৯,৫০৪
প্রবীণ নাগরিকদের জন্য: ৫,৯৪,৫৮১

নিশ্চিত রিটার্ন চান? ঝুঁকি ছাড়া বিনিয়োগের জন্য PNB-এর FD হতে পারে আপনার সেরা পছন্দ!

About Author