Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অবশেষে মিলতে চলেছে সমাধান সূত্র, কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি আন্দোলনরত কৃষকরা

নয়াদিল্লি: হকের লড়াইয়ের প্রায় ৩ মাস। এই মুহূর্তে শুধু গোটা দেশ না, কৃষক আন্দোলন সাড়া ফেলেছে গোটা বিশ্বে। নিজেদের অধিকারের লড়াইয়ে দুমাসের বেশি সময় ধরে দিল্লির (Delhi) রাজপথে বসে আছেন…

Avatar

নয়াদিল্লি: হকের লড়াইয়ের প্রায় ৩ মাস। এই মুহূর্তে শুধু গোটা দেশ না, কৃষক আন্দোলন সাড়া ফেলেছে গোটা বিশ্বে। নিজেদের অধিকারের লড়াইয়ে দুমাসের বেশি সময় ধরে দিল্লির (Delhi) রাজপথে বসে আছেন দেশের কৃষকরা (Farmers)। প্রাণ গেছে তবু হকের লড়াই থামেনি। জলকামান থেকে কাঁটাতারের বেড়া, কোনও কিছুই আটকে রাখেনি তাঁদের। উল্টে ফসল ফলানো হাত ফুল ফুটিয়েছে কাঁটাতারে বেড়ার মধ্যে। এই মুহূর্তে গোটা দেশ আলোড়িত হচ্ছে এই একটা ইস্যুতে।

কৃষিবিল প্রত্যাহারের দাবীতে কৃষকরা ধর্নায় বসেছেন দিল্লি সীমান্তে। বৈঠক হয়েছে একাধিক বার। কিন্তু কোনো সমাধান আসেনি। যতবার ব্যর্থ হয়েছে বৈঠক, আন্দোলন প্রাণ পেয়েছে তত বেশি। এবার ফের একবার কেন্দ্রের সঙ্গে আন্দোলনে বসতে রাজি হলেন কৃষকেরা। সোমবারই রাজ্যসভার রাষ্ট্রপতির স্বাগত ভাষণের প্রত্যুত্তর ভাষণেই প্রধানমন্ত্রী কৃষকদের উদ্যেশ্যে বার্তা দিয়েছিলেন ‘ এবার শেষ করুন আন্দোলন, একসঙ্গে বসে সমস্যা মিটিয়ে নেবো আমরা ‘।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ফসলের নূন্যতম সহায়ক মূল্য নিয়েও আলোচনায় বসবেন বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর এই বার্তার পর কোথাও না কোথাও সুর নরম করেছেন কৃষকেরা। এমনকি কেন্দ্রকে দিন ঠিক করতেও বলেছেন কৃষকেরা। কিষান মোর্চার নেতা শিবকুমার কক্কা বলেন, কৃষকেরা কখনোই কেন্দ্রের সঙ্গে বৈঠকে যেতে গররাজি ছিলোনা।

কেন্দ্রের প্রতি ডাকেই সাড়া দিয়েছে কৃষক সংগঠন। প্রতিবারের মতো এবারও বৈঠকে রাজি তাঁরা। তবে প্রতিবার কেন্দ্রের বৈঠক এবং আশ্বাসে ভরসা রাখছেন না কৃষকেরা। এবার সমাধান চান।

About Author