Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গরুকে জামিন রাখুন, আর সোনা দিন! দীলিপ ঘোষের উক্তি ঘিরে ভাইরাল সোশ্যাল মিডিয়া

গত সোমবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বর্ধমান টাউন হলে ঘোষ ও গাভী কল্যান সমিতির এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে তিনি দেশীয় গোরুর সাথে বিদেশী গোরুর তুলনা করেন। তিনি বলেন,…

Avatar

গত সোমবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বর্ধমান টাউন হলে ঘোষ ও গাভী কল্যান সমিতির এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে তিনি দেশীয় গোরুর সাথে বিদেশী গোরুর তুলনা করেন। তিনি বলেন, “বিদেশ থেকে আনা গোরু আসলে গোরু নয়।ভারতীয় গোরুর বৈশিষ্ট্য, তাদের দুধের মধ্যে সোনার ভাগ থাকে। তাই তাদের দুধের রং হলদেটে হয়। দেশী গোরুর পিঠে কুঁজ থাকে যা বিদেশী গোরুর থাকে না। গোরুর কুঁজের মধ্যে যে নাড়ি থাকে তাকে স্বর্ণনাড়ি বলে। ওখানে সূর্যের আলো পড়লে সোনা তৈরী হয়।” দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে শুরু হয় সমালোচনা।আরও পড়ুন : ওড়িশা নয়, পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘বুলবুল’দিলীপ ঘোষের এই উক্তি নিয়ে বাকিরা হাসাহাসি করলেও দিলীপ ঘোষের কথাকে সত্য বলে মেনে নিলেন এক কৃষক। তার মতে, গরু এনেছি, এটিকে জামিন রেখে লোন দিন, কারন এর দুধে সোনা আছে।এই হাস্যকর ঘটনাটি ঘটেছে হুগলি জেলার ডানকুনিতে। মনপ্পুরম ফাইনান্স লিমিটেড নামক এক ঋনদানকারী সংস্থায় গিয়ে নিজের গোরু জামিন রেখে সোনা চেয়েছেন এক কৃষক। গড়ারগাছা গ্রামের গ্রাম পঞ্চায়েত বলেন, দিলীপ ঘোষের উক্তি নিয়ে অসুবিধার স্বীকার হচ্ছেন তিনি। প্রায়ই গোরু নিয়ে এসে গ্রামবাসীরা বলছে গোরু জামিন রেখে লোন চাই।
About Author