না এই শিশু ঈশান নয়। অভিনেত্রীর সাথে কাটানো এক অন্য শিশু। এই ফ্যান পেজ জুড়ে নুসরতের সঙ্গে খুদেদের নানান মুহূর্ত তুলে ধরা হয়েছে। পাশাপাশি নায়িকার বহু পুরোনো ছবিও সেখানে আপলোড করা হয়েছে। তবে এখন অনেকে ঈশানকে দেখার অপেক্ষায় আছে বহু নেট নাগরিক। নুসরতের মা হওয়া নিয়ে নানান তর্ক বিতর্কের মধ্যে পড়তে হয়েছে। তবে অভিনেত্রী মা হওয়ার পর সব পুরোনো বিতর্ক ভুলে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তসলিমা নাসরিন, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রীলেখা মিত্র সহ অনেক খ্যাতনামা ব্যক্তিত্বই। অনেকেই এই পুরুষতান্ত্রিক সমাজে অভিনেত্রীর সিঙ্গেল মাদার হওয়ার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। নুসরত নিজের পরিচয়েই সন্তানকে বড় করে তোলবার সিদ্ধান্ত নিয়েছেন। এখনো সন্তানের পিতৃ পরিচয় সামনে আনেননি নুসরত জাহান।
Nusrat-Yishaan: জন্মের পরেই নুসরতের রাজপুত্র ঈশানের নামে খোলা হল ফ্যান পেজ
গত ছয়দিনে বদলে গেছে অভিনেত্রী নুসরত জাহানের জীবন। তিনি আর সাংসদ, অভিনেত্রীর পাশাপাশি তিনি এখন এক সন্তানের মা। বৃহস্পতিবার পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে সি সেকশনের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন…

By

আরও পড়ুন