Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন KL Rahul? সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে চাঞ্চল্য

ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান কেএল রাহুল হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর জল্পনা শুরু হয়েছিল। এরকম দাবি করে অনেকে একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করতে শুরু করেছিলেন।…

Avatar

ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান কেএল রাহুল হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর জল্পনা শুরু হয়েছিল। এরকম দাবি করে অনেকে একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করতে শুরু করেছিলেন। কিন্তু সত্যি কি তাই, রাহুল অবসর নিচ্ছেন?

ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্ট

কেএল রাহুল নিজেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বলে দাবি করা হচ্ছে। কেএল রাহুল নামে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। কেএল রাহুল পেশাদার ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বলে দাবি করা হচ্ছে। যদিও একই সময়ে কেএল রাহুলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় অবসর সম্পর্কিত কোনও ঘোষণা করা হয়নি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কেএল রাহুল সম্প্রতি ভারতীয় ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন। শ্রীলঙ্কা সফরে ওডিআই দলে জায়গা পেয়েছিলেন কেএল রাহুল। আশা করা হচ্ছে শিগগিরই তাঁকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলতে দেখা যাবে।

সত্যি অবসর?

তাহলে কেএল রাহুল সত্যি কি ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন? অবসর সম্পর্কিত খবরটি ভুয়া। কেএল রাহুলের নামে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। কিন্তু আসলে রাহুল অবসর নিয়ে কোনো দাবি এখনও পর্যন্ত করেননি।

দলীপ ট্রফিতে খেলবেন রাহুল

দলীপ ট্রফিতে খেলতে দেখা যাবে কেএল রাহুলকে। যেখানে তিনি ভারত-এ দলে জায়গা পেয়েছেন। ভারত-এ দলের অধিনায়ক শুভমন গিল। এখানে রাহুল ভালো পারফর্ম করতে চাইবেন, যাতে বাংলাদেশের বিপক্ষে সিরিজে নিজের জায়গা পাকা হয়ে যায়। ভারতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই ক্রিকেট খেলেছেন রাহুল। ৫০ টেস্টে ২৮৬৩, ৭৭ ওয়ানডেতে ২৮৫১ রান ও ৭১ টি-টোয়েন্টিতে ২২৬৫ রান করেছেন তিনি।

About Author