শুক্রবার সকালে নৈহাটির এক বাজি কারখানায় প্রবল বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কেঁপে ওঠে ৭-৮ কিলোমিটার এলাকার বাড়িঘর। নৈহাটির দেবকের মামুদপুরে ওই বাজি কারখানায় পাঁচ জন কাজ করছিল সকালে, হঠাৎ বিস্ফোরণের বীভৎস শব্দে আতঙ্কিত হয়ে ওঠে স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে দেখে বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে।
দমকলে খবর দেয় তারা। ঘটনাস্থলে দমকলের কয়েকটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিভিয়ে কারখানার মধ্যে থেকে পাঁচ কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চারজন মারা যায়, একজনের অবস্থা আশঙ্কাজনক। যারা মারা গেছেন তাদের মধ্যে দুজন মহিলা এবং দুজন পুরুষ কর্মী ছিলেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : বড় ধাক্কা তৃণমূলের, ভাটপাড়া পুরসভার অনাস্থা ভোট খারিজ হাইকোর্টের
এর আগেও সেখানে বিস্ফোরণ হয়েছিল বলে জানা যায়। সেই সময় কয়েকজন শ্রমিক জখম হয়েছিল। স্থানীয় সূত্রে খবর সেখানে বহু পরিত্যক্ত বাড়িতেই বাজি তৈরি হয় কিন্তু মানা হয় না অগ্নিনির্বাপক বিধি, ফলে প্রায়শই ঘটে দুর্ঘটনা।
বিস্ফোরণের পর থেকেই বেপাত্তা ওই বাজি কারখানার মালিক নূর হুসেন। বছরখানেক আগেও এই কারখানায় যখন বিস্ফোরণ হয় সেই সময় নূর হুসেনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।