Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

উঁকিঝুঁকি দেওয়া বন্ধ, এবার থেকে ফেসবুক ও মেসেঞ্জারকে আরও নিরাপদ করতে আসছে নতুন ফিচার

এবার ফেসবুক ও মেসেঞ্জারকে আরও নিরাপদ করতে ফেসবুক সংস্থা নিয়ে আসতে চলেছে টাচ ও ফেস আইডি সুরক্ষা। Engadget-এর রিপোর্ট অনুযায়ী এবার থেকে ফেস লক বা ফিঙ্গারপ্রিন্ট লক করা যাবে ফেসবুক…

Avatar

এবার ফেসবুক ও মেসেঞ্জারকে আরও নিরাপদ করতে ফেসবুক সংস্থা নিয়ে আসতে চলেছে টাচ ও ফেস আইডি সুরক্ষা। Engadget-এর রিপোর্ট অনুযায়ী এবার থেকে ফেস লক বা ফিঙ্গারপ্রিন্ট লক করা যাবে ফেসবুক ও মেসেঞ্জারেও। আর এরফলে যে ফেসবুক ব্যবহারকারীদের নিরাপত্তা আরও বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।

এই সুবিধাটি আগে থেকেই হোয়াটসঅ্যাপে রয়েছে। এবার তা ফেসবুক ও মেসেঞ্জারেও চলে আসবে বলে জানা গিয়েছে। এই নতুন ফিচারে চারটি অ্যাপ লক করার অপশন থাকবে। তার মধ্যে অন্যতম একটি অপশন হল ‘আফটার আই লিভ মেসেঞ্জার’। যার মাধ্যমে ব্যবহারকারী যখন মেসেঞ্জার ব্যবহারের পর বেরিয়ে আসবেন তখন অ্যাপটি আপনাআপনি লক হয়ে যাবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

লক হওয়ার সময়সীমা রয়েছে ১ মিনিট, ১৫ মিনিট ও ১ ঘন্টা। ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, অন্য কোনো ব্যক্তি যাতে ব্যবহারকারীর ব্যক্তিগত ম্যাসেজ বা অ্যাকাউন্ট দেখতে না পায় তাই এই নতুন ফিচারটি আনা হচ্ছে। শিঘ্রই এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও ব্যবহার করতে পারবেন।

About Author