Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা আতঙ্কের মাঝে ভারত ও চীনা সেনার সংঘাত, আহত বেশ কয়েকজন জওয়ান

ভারত ও চীনা জওয়ানরা ফের মুখোমুখি সংঘাতে লিপ্ত। এবার শুধু মুখোমুখি বাকবিতন্ডা নয়, রীতিমতো হাতাহাতিতে গড়ায় সংঘাত। সূত্রের খবর অনুযায়ী, শনিবার  উত্তর সিকিমে ভারত-চীন সীমান্তের নাকুলা সেক্টরে প্যাট্রলিংয়ের সময় বেশ…

Avatar

ভারত ও চীনা জওয়ানরা ফের মুখোমুখি সংঘাতে লিপ্ত। এবার শুধু মুখোমুখি বাকবিতন্ডা নয়, রীতিমতো হাতাহাতিতে গড়ায় সংঘাত। সূত্রের খবর অনুযায়ী, শনিবার  উত্তর সিকিমে ভারত-চীন সীমান্তের নাকুলা সেক্টরে প্যাট্রলিংয়ের সময় বেশ কয়েকজন চীনা সেনারা আগ্রাসনের চেষ্টা করাতে ভারতীয় জওয়ানরা বাধা দেন। এই সংঘাতের ফলে আহত হয়েছেন বেশ কয়েকজন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষপর্যন্ত আসেন দুই দেশের সেনা কর্তারা। গতকাল এই সংঘাতে প্রায় ১৫০ জন জওয়ান জড়িত থাকেন বলে জানা গেছে। সেনার এক করতে জানিয়েছেওন যে এই দুই দেশের মধ্যে কোনো নির্দিষ্ট সীমারেখা নেই, তাই প্রায়ই এখানে ঝামেলা হয়। এর আগে ২০১৭ সালে অরুণাচলপ্রদেশের ডোকলাম সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করে চীনের সেনারা। তখন ও সংঘাত হয়েছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শনিবারের এই সংঘাতে ভারতের ৩ জন ও চীনের ৫ জন জওয়ান আহত হয়েছেন। এখানে হেলিকপ্টারের মাধ্যমে যাতায়াত করা হয়। কারণ এখানে কোনো সড়ক পথে যোগাযোগের ব্যবস্থা নেই। এই এলাকাতে প্রায় ঝামেলা হয়। তবে স্ট্যান্ডার্ড প্রোসিডিওর-র নিয়ম অনুযায়ী, দুপক্ষের নেতৃত্বের মাধ্যমে সংঘাত মিটিয়ে নেওয়া হয়।

About Author