Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনার মধ্যেই ভয়াবহ বন্যা, ৪ হাজার কোটির ক্ষয়ক্ষতি চিনে

বিশ্বে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল চিনে। চিনের উহান প্রদেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেখান থেকেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়তে…

Avatar

বিশ্বে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল চিনে। চিনের উহান প্রদেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেখান থেকেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে চিনকেও। সেই ক্ষতি কিছুটা সামলে নেওয়ার পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে বেজিং। ঠিক সেই সময়ই আবার আঘাত নেমে এল চিনের উপর। ভয়াবহ বন্যায় প্রায় ৪ হাজার ক্ষয়ক্ষতির মুখে এই দেশ। এখনও পর্যন্ত মৃত ও আহত মিলিয়ে সংখ্যাটা এক ডজন ছাড়িয়ে গিয়েছে।

করোনা আবহে বন্যার সঙ্গে ভূমিধসের আবির্ভাব ঘটেছে চিনে। যার জেরে সে দেশের দক্ষিণ অংশের অবস্থা খুবই শোচনীয় হয়ে উঠেছে‌। ইয়াংশুও নদীতে বন্যার কারণে গৃহহীন হয়ে পড়েছে হাজারেরও বেশি মানুষ। মৃত ও নিখোঁজ মিলে সংখ্যাটা প্রায় ডজন খানেক হবে। উদ্ধারকারী দল ইতিমধ্যে নদীতে উদ্ধার কাজ শুরু করেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

চিনা সংবাদমাধ্যম জিনহুয়া সূত্রে জানা গেছে, এই বন্যায় সবচেয়ে খারাপ অবস্থা তৈরি হয়েছে পর্যটন শিল্পগুলোতে। জলের তলায় চলে গেছে রাস্তাঘাট। ভয়াবহ এই বন্যার কারণে প্রায় ২ লক্ষ ৩০ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। ঘরছাড়া ১ হাজার ৩০০ জন। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত প্রায় ১ হাজার হোটেল। জলের তলায় ৩০ টি পর্যটন কেন্দ্র। রোঙ্গানে অত্যধিক বৃষ্টিপাতের কারণে এই বন্যার আবির্ভাব ঘটেছে বলে মনে করা হচ্ছে। দ্রুত হারে চলছে উদ্ধার কাজ। ভারতীয় মুদ্রায় প্রায় ৪ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

About Author