Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউন ওঠার এক মাসের মধ্যে কলেজগুলিকে পরীক্ষা নেবার নির্দেশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের

লকডাউন ওঠার একমাসের মধ্যেই স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পরীক্ষা হবে এমনটাই নির্দেশিকা জারি করা হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে। পরীক্ষা প্রস্তুতি নিয়ে তৎপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে রবিবার এক নির্দেশিকা জারি করা…

Avatar

লকডাউন ওঠার একমাসের মধ্যেই স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পরীক্ষা হবে এমনটাই নির্দেশিকা জারি করা হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে। পরীক্ষা প্রস্তুতি নিয়ে তৎপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে রবিবার এক নির্দেশিকা জারি করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে রাজ্যে লকডাউন ওঠার পরে এক মাসের মধ্যেই কলেজ গুলিকে পরীক্ষা নিতে হবে।

কলেজ গুলিকে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা নির্দেশিকার পাশাপাশি কলেজগুলিকে লকডাউন ওঠার ১০ দিনের মধ্যে তাদের ক্যাম্পাস স্যানিটাইজ করার নির্দেশ দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। দেবাশীষ দাস যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এ সম্পর্কে বলেছেন কলেজ গুলিকে বলা হয়েছে লকডাউন ওঠার এক মাসের মধ্যেই পরীক্ষা নিতে হবে এবং এই বিষয়ে নির্দেশিকাও জারি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে পরীক্ষা পদ্ধতি নিয়ে এই নির্দেশিকায় তেমন ভাবে কিছু বলা না হলেও শীঘ্রই সে বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন জারি হবে বলেন জানা গেছে বিশ্ববিদ্যালয় সূত্রে। কলেজগুলিকে লকডাউন উঠলেই ১০ দিনের মধ্যে সমস্ত ক্লাসরুম, মাঠ, হোস্টেলগুলিকেও স্যানিটাইজ করতে বলা হয়েছে।  এছাড়া সব কলেজগুলোকে মাস্ক ও স্যানিটাইজার ক্লাসরুমের বাইরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সামাজিক দূরত্বতা বজায় রেখে পরীক্ষা নেওয়া হবে বলেও জানা গেছে বিশ্ববিদ্যালয় সূত্র মারফত। এর পাশাপাশি প্রত্যেক কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে ছাত্র-ছাত্রীদের প্রবেশের সময় থার্মাল স্ক্রিনিং অবশ্যই করতে হবে বলে জানা গিয়েছে।

About Author