Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভক্তদের সঙ্গে দুর্ব্যবহার, রাতারাতি হারিয়ে গেলেন হারিয়ে গেলেন রানাঘাটের রাণু মন্ডল

কোথায় গেলেন রানাঘাটের রাণু মণ্ডল? যিনি কিনা রানাঘাট স্টেশন থেকে যাত্রা শুরু করেছিলেন আর থেমেছিলেন মুম্বাইয়ে। লতা মঙ্গেশকরের গান গেয়ে রীতিমত তারকার সম্মান ছিনিয়ে নিয়েছিলেন রানু৷ খালি গলায় লতা মঙ্গেশকরের…

Avatar

কোথায় গেলেন রানাঘাটের রাণু মণ্ডল? যিনি কিনা রানাঘাট স্টেশন থেকে যাত্রা শুরু করেছিলেন আর থেমেছিলেন মুম্বাইয়ে। লতা মঙ্গেশকরের গান গেয়ে রীতিমত তারকার সম্মান ছিনিয়ে নিয়েছিলেন রানু৷ খালি গলায় লতা মঙ্গেশকরের এক প্যায়ার কা নগমা হ্যায় গেয়ে গোটা দেশের নজর কেড়েছিলেন এই ভবঘুরে মহিলা। সুন্দরভাবে লাইমলাইটের কেন্দ্রবিন্দুতে পৌঁছে যান রাণু মণ্ডল।কিন্তু হঠাৎ এই ছন্দপতন কেন? কোথায় গেল রাণুর ম্যাজিক? তবে কি তিনি আর গান গাইছেন না?ভক্তদের সঙ্গে দুর্ব্যবহার, রাতারাতি হারিয়ে গেলেন হারিয়ে গেলেন রানাঘাটের রাণু মন্ডলরানু মন্ডলের এক সাক্ষাৎকারে জানান, ”গান শোনা বন্ধ করিনি। রফি, মুকেশ, কিশোর কুমার, লতাজি, কুমার শানু এবং সনু নিগমের গান শুনতাম। তাদের প্রত্যেকটা ক্যাসেট ছিল ও সেখান থেকেই শিখেছি।”এরপরেও রাণু কোথায় গেলেন? এই ব্যপারে অনেকে বলেন, অহঙ্কারই কাল হল রাণুর! শোনা যায়, কিছু ফ্যানেদের সঙ্গে তিনি অযথা দুর্ব্যবহার করেন। এমনকি তাঁর কিছু মেকভার দরশক ও শ্রোতাদের একদমই পছন্দ হয়নি। অনেক গানের রেকর্ডিং করেছিলেন রাণু, কিন্তু সেই রাণুর ম্যাজিক এখন মলিন হয়ে গেছে।একবার রাণু মণ্ডল কানপুরে একটি জনপ্রিয় স্যালোঁতে গিয়েছিলেন। নিজের ভোল পাল্টে ফিরেছিলেন রাণু যা দর্শকদের না পসন্দ। তবে কি রাণুর নিজস্বতা হারিয়ে ফেলা সব থেকে বড় কাল হল?ভক্তদের সঙ্গে দুর্ব্যবহার, রাতারাতি হারিয়ে গেলেন হারিয়ে গেলেন রানাঘাটের রাণু মন্ডল
About Author