Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সকলের করোনা পরীক্ষা করা হবে দিল্লিতে, সর্বদলীয় বৈঠকে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা সংক্রমণের তালিকায় তরতর করে এগিয়ে চলেছে দিল্লি। সংক্রামিত রাজ্যগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে জাতীয় রাজধানী অঞ্চল। এর আগে রয়েছে মহারাষ্ট্র ও তামিলনাড়ু। ইতিমধ্যে দিল্লিতে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪১ হাজারেরও…

Avatar

করোনা সংক্রমণের তালিকায় তরতর করে এগিয়ে চলেছে দিল্লি। সংক্রামিত রাজ্যগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে জাতীয় রাজধানী অঞ্চল। এর আগে রয়েছে মহারাষ্ট্র ও তামিলনাড়ু। ইতিমধ্যে দিল্লিতে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪১ হাজারেরও বেশি। করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১ হাজার ৩২৭ জন। এই ভয়াবহ পরিস্থিতি থেকে রেহাই পেতে দিল্লির প্রত্যেক ব্যক্তির করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার সর্বদলীয় বৈঠকে এ কথা ঘোষণা করেন তিনি।

এই কাজে গতি আনতে আগামী কয়েক দিনের মধ্যে প্রতিদিন আরও বেশি সংখ্যক করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হবে দিল্লিতে। বাড়ানো হবে দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যাও। উপরাজ্যপাল অনিল বৈজল ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের উপস্থিতিতে এ দিনের এই সর্বদল বৈঠকে অধিকাংশ রাজনৈতিক দলই দিল্লিতে দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তকে সমর্থন করেছে। অমিত শাহ এদিন জানান, আগামী ২০ জুন থেকে দিল্লিতে প্রতিদিন ১৮ হাজার করে করোনা পরীক্ষা করা শুরু হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এ বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকেই দিল্লির বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে দৈনিক তিন গুন করোনা পরীক্ষা করা হবে বলে জানান তিনি। কন্টেনমেন্ট এলাকার প্রত্যেক মানুষের করোনা পরীক্ষা করা হবে বলে জানান তিনি। একইসঙ্গে হটস্পট এলাকাগুলোতে প্রতিটি বাড়িতে করোনা পরীক্ষা করা হবে।

About Author