Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral: হাতের ভরে দাঁড়িয়ে পা দিয়ে তীর ছুঁড়ে নিখুঁত লক্ষ্যভেদ করছে একটি মেয়ে, নিমিষে ভাইরাল ভিডিও

আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে…

Avatar

আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে। ইন্টারনেট দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য হয় সাধারণ মানুষের। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রকমারি ভিডিও ভাইরাল হয়। মাঝে মাঝে এই ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নেয় বিভিন্ন মানুষের প্রতিভার ভিডিও। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে একটি মেয়ের প্রতিভার ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে একটি মেয়ে তির দিয়ে খুব নিখুঁত লক্ষ্যভেদ করছে। আপনি মনে করছেন এটি এমন কি! অনেকেই তো তীর ধনুক চালাতে শেখে। কিন্তু এই ভিডিওতে রয়েছে সামান্য টুইস্ট। মেয়েটি হাতের উপর ভর করে দাঁড়িয়ে পা দিয়ে তীর ধনুক চালাচ্ছে এবং তাতেও নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম হচ্ছে সে। কতটা পারফেকশন থাকলে এমন কাজ করা যায়, তা বলার অপেক্ষা রাখে না। ভিডিওটি দেখে স্বাভাবিকভাবেই প্রত্যেকেই বিশাল অবাক হয়ে গিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভাইরাল ভিডিও দেখলেই বোঝা যায় মেয়েটির শরীর অত্যন্ত নমনীয় এবং নিয়মিত সে যোগব্যায়াম করে থাকে। না হলে কারোর পক্ষে হাতের ভরে দাঁড়িয়ে পায়ের নমনীয়তা প্রদর্শন করে তীর ধনুক চালানো সম্ভব নয়। এই অপরূপ দৃশ্য দেখে নেটিজেনরা ভিডিওতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দিয়েছে। ভিডিওটি @swabhimani1 নামক একটি টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়। সেখানে নেটিজেনরা একদিকে যেমন লাইক করছেন ঠিক অন্যদিকে অনেকেই আবার ওই মেয়েটিকে মহাভারতের অর্জুন এবং কর্ণের সাথে তুলনা করে প্রশংসা করেছেন।

About Author