Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বোধনের শুভলগ্নে মায়ের কাছে আকুতি, সবাইকে ভাল রেখো মা

কলকাতা: করোনা পরিস্থিতির মধ্যে মা এসে গিয়েছেন। সবার মা দুর্গার কাছে একটাই আকুতি, করোনা মুক্ত পৃথিবী উপহার দিয়ে যাক মা। কিন্তু এবারের ষষ্ঠী অনেক আলাদা। প্রত্যেকবারের থেকে কার্যত ফাঁকা রাস্তাঘাটে…

Avatar

কলকাতা: করোনা পরিস্থিতির মধ্যে মা এসে গিয়েছেন। সবার মা দুর্গার কাছে একটাই আকুতি, করোনা মুক্ত পৃথিবী উপহার দিয়ে যাক মা। কিন্তু এবারের ষষ্ঠী অনেক আলাদা। প্রত্যেকবারের থেকে কার্যত ফাঁকা রাস্তাঘাটে মায়ের বোধন হয়ে গেল। আচার-অনুষ্ঠান যেটুকু না করলেই নয়, সেটুকুর মাধ্যমেই মায়ের বোধন হল আজ, বৃহস্পতিবার।অদূর দূরে গ্রামের নদীতে হয়তো কাশফুলের গুচ্ছ দেখা যাবে। শিউলি ফুল ফুটেছে। সন্ধ্যাপ্রদীপ জ্বালানো হয়েছে। পুষ্পগুচ্ছে মাকে আরাধনা করে বোধন করে নেওয়া হয়েছে। কিন্তু কোথাও যেন দশমীর আগেই বিষাদের সুর বাজছে।মনের মধ্যে যেন একটা অজানা আতঙ্ক উঁকি দিচ্ছে। করোনাভিতী, কর্মহীনতা কার্যত গ্রাস করেছে মানুষের আনন্দ উৎসবে মেতে ওঠার মানসিকতাকে। তাই সকলের মায়ের বোধনের শুভক্ষণে একটাই প্রার্থনা মায়ের কাছে, ‘মা দুর্গা তুমি সব ঠিক করে দাও। সকলকে রক্ষা করো। সকলকে ভাল রাখো মা।’
About Author