Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গোরি নাগরীকে ভুলে গিয়ে ডিম্পল চৌধুরীর কালো স্যুটে মঞ্চে তুমুল নাচ, নাচের ভিডিও তোলপাড় সৃষ্টি করেছে

এখনকার দিনে সারা ভারতে হরিয়ানভি গানের একটা আলাদা জনপ্রিয়তা তৈরি হয়েছে। আর এই হরিয়ানভি গানের জনপ্রিয়তার কারণেই এই হরিয়ানভির নৃত্যশিল্পীরা এখন সারা ভারতে বেশ পপুলার হয়ে উঠেছেন। এই হরিয়ানার নৃত্য…

Avatar

এখনকার দিনে সারা ভারতে হরিয়ানভি গানের একটা আলাদা জনপ্রিয়তা তৈরি হয়েছে। আর এই হরিয়ানভি গানের জনপ্রিয়তার কারণেই এই হরিয়ানভির নৃত্যশিল্পীরা এখন সারা ভারতে বেশ পপুলার হয়ে উঠেছেন। এই হরিয়ানার নৃত্য শিল্পের দুনিয়ায় কয়েকজন তারকা এমন রয়েছেন যারা বহু বছর ধরে এই ইন্ডাস্ট্রিকে একা হাতে টেনে নিয়ে চলেছেন। এরকমই একজন শিল্পী হলেন স্বপ্না চৌধুরী। এখনকার দিনে তিনি একজন তারকা থেকে কম নন। বলিউড তারকাদের যেরকম জনপ্রিয়তা থাকে, সেরকমই জনপ্রিয়তা এখন স্বপ্না চৌধুরীর কাছেও রয়েছে। তবে এখন তার জায়গায় নতুন শিল্পীরা আসতে শুরু করেছেন এই দুনিয়ায়। ফলে বলতে গেলে চলছে বিরাট পালাবদল।

জনপ্রিয় হতে শুরু করেছেন ডিম্পল চৌধুরী

হরিয়ানভি নাচের আঙিনায় নতুন নক্ষত্রের উত্থান! সে স্বপ্না চৌধুরী হোক বা মুসকান বেবি, মঞ্চের প্রতিটি নৃত্যশিল্পী তাদের অসাধারণ নাচ এবং অভিব্যক্তি দিয়ে দর্শকদের মন জয় করে নেয়। এবার সেই তালিকায় যোগ হয়েছে ডিম্পল চৌধুরী নামক এক নবীন নৃত্যশিল্পীর নাম। ডিম্পল-এর নাচের ভিডিও যদি আপনি এখনও না দেখে থাকেন, তাহলে দেরি করবেন না! স্যুট পরিহিত ডিম্পল মঞ্চে এসে গানের তালে মাতিয়ে তোলেন সকলকে। কালো সুরমা, বিন্দি এবং লাল লিপস্টিকে সেজে ডিম্পল শুধু সুন্দরই দেখাচ্ছেন না, তার নাচেও আছে অসাধারণ আকর্ষণ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

হাপুরের গ্রামে দুর্দান্ত নাচ করে সকলকে চমকে দিলেন ডিম্পল

হাপুরের কান্দোলা গ্রামে জয় মা দুর্গা মেলায় ডিম্পল চৌধুরীর নাচে মাতল হয়েছে। হরিয়ানভি গানের তালে তালে তার নাচ এতটাই জমে উঠেছে যে দর্শকরা মন্ত্রমুগ্ধ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে ডিম্পলকে কালো চকচকে স্যুটে নাচতে দেখা যাচ্ছে। তার নাচের প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি হাসি এতটাই মনোমুগ্ধকর যে দর্শকরা তাদের চোখ ফেরাতে পারছেন না। “চল শারাবি তেরি…” এই গানের তালে তালে ডিম্পলের নাচ এতটাই জমে উঠেছে যে দর্শকরা গোরি নাগরিকেই একবারে ভুলে গেছেন। তার নাচের এই ভিডিওটি ইউটিউবের সোনোটেক ধামাকা চ্যানেলে প্রকাশিত হওয়ার পর থেকেই ভাইরাল হয়েছে। মাত্র কয়েকদিনের মধ্যে এই ভিডিওটি আড়াই লাখের বেশিবার দেখা হয়েছে।

ডিম্পল চৌধুরীর এই নাচের ভিডিওটি দেখে অনেকেই তাকে স্বপ্না চৌধুরীর সাথে তুলনা করছেন। তবে ডিম্পলের নিজস্ব একটা স্টাইল আছে যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তার সুন্দর চেহারা, ও মনোমুগ্ধকর নাচের সঙ্গে মিলিত হয়ে তাকে একজন জনপ্রিয় নৃত্যশিল্পী করে তুলেছে।

About Author