প্রতি বাড়িতে থাকবে Royal Enfield Hunter 350, খরচ হবে মাত্র ৮,০০০ টাকা, জানুন বিস্তারিত

Royal Enfield Hunter 350 বাইকের অন রোড মূল্য ১.৭ লাখ টাকা

Advertisement

Advertisement

নবপ্রজন্মের কাছে রয়েল এনফিল্ড মানেই একটা ইমোশন। এই বাইকের ডিজাইন, লুক অ্যান্ড ফিল, সবকিছুই অন্যান্য বাইকের থেকে একেবারে আলাদা। এই বাইকে আপনারা পেয়ে যান দারুন ক্ষমতা বিশিষ্ট ইঞ্জিন, একটা স্পোর্টি অথচ স্টার্ডি লুক, সবকিছুই। তবে এতদিন পর্যন্ত রয়েল এনফিল্ড যে সমস্ত বাইক মার্কেটে নিয়ে আসতো সেগুলির দাম ছিল অত্যন্ত বেশি। তবে এবারে রয়েল এনফিল্ড এর তরফ থেকে এমন একটি বাইক নিয়ে আসা হয়েছে যা ফিচার এবং অন্যান্য দিক থেকে রয়েল এনফিল্ডের অন্যান্য বাইককে টক্কর দিল দাম অনেকটা কম। এই বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন দারুন কিছু এডভান্স ফিচার, এবং তার সাথেই এই বাইকটি এই মুহূর্তে বাজারের সবথেকে সস্তার রয়েল এনফিল্ড।

Advertisement

আপনি নিশ্চয় বুঝতে পারছেন কোন বাইকের কথা বলা হচ্ছে। আজকাল ভারতীয় মার্কেটে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে Royal Enfield Hunter 350। এই বাইকটিতে ৩৯৪.৩৪ সিসির একটি ইঞ্জিন রয়েছে। এই বাইকটি ২০.৪ PS শক্তি এবং ২৭ Nm পিক টর্ক জেনারেট করে। এটিতে একটি শক্তিশালী এয়ার-কুলড ইঞ্জিন রয়েছে, যা ৬ স্পিড ট্রান্সমিশন গিয়ারবক্সের সাথে আসছে। এই রেট্রো স্টাইলের বাইকে সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার রয়েছে। এছাড়াও এই বাইকে ট্রিপ পড, ওডোমিটার, ফুয়েল গেজ, দুটি ট্রিপমিটার আছে।

Advertisement

Royal Enfield Hunter 350 শহরে ৪০.১৯ kmpl এবং হাইওয়েতে ৩৫.৯৭ kmpl মাইলেজ দেয়। এই বাইকের এক্স শোরুম মূল্য শুরু ১.৪৯ লাখ টাকা। এর অন রোড মূল্য প্রায় ১.৭৩ লাখ টাকা। তবে আপনি মাত্র ৮০০০ টাকা খরচ করে এই বাইকটি বাড়ি নিয়ে আসতে পারবেন। কিন্তু কি করে? আসলে আপনি ৮,৬৫৬ হাজার টাকা ডাউন পেমেন্ট করে এই বাইক কিনতে পারবেন। এরপর আপনি ১০ শতাংশ হারে সুদ পাবেন। তারপর প্রতি মাসে ৫,৯৩৯ টাকা কিস্তি দিতে হবে। ৩ বছর ধরে এই কিস্তি দিতে হবে। এই স্কিম পেতে শীঘ্রই যান রয়েল এনফিল্ড ডিলারশিপে।

Advertisement

Recent Posts