Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Mamata Banerjee: মুম্বই সফরে গিয়ে শাহরুখের সাথে দেখা করবেন না প্রিয় দিদি, কারণ জানালেন মমতা

একুশের বিধানসভাতে তৃণমূলের বিপুল জয়ের পর মমতা লক্ষ্য ২৪ এর রাজধানী৷ এককথায় বললে সংসদ দখল৷ ইতিমধ্যেই সোমবার রাতে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে এবিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে তৃণমূল…

Avatar

By

একুশের বিধানসভাতে তৃণমূলের বিপুল জয়ের পর মমতা লক্ষ্য ২৪ এর রাজধানী৷ এককথায় বললে সংসদ দখল৷ ইতিমধ্যেই সোমবার রাতে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে এবিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস৷ আর দলের পরর্বতী ওয়ার্কিং কমিটির বৈঠকও অনুষ্ঠিত হবে রাজধানী দিল্লিতে৷ কআক্ষরিক অর্থে বলা যেতে পারে এবার সর্বভারতীয় দলে উন্নীত হচ্ছে তৃণমূল৷ আর সেই ভাবনাকে আরও সুসংবদ্ধভাবে রূপায়িত করতে দিদির এখন পাখির চোখ মহারাষ্ট্র৷

মঙ্গলবারই তিন দিনের সফরে মুম্বই পাড়ি দিচ্ছেন ‘বাংলার ঘরের মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলীয় সূত্রের খবর, এই তিনদিনের সফরে রথ দেখা এবং কলা বেচা দুটোই সারতে চান তৃণমূলের সুপ্রিমো৷ একদিকে বাংলার বাইরে দলের বিস্তার ঘটাতে চান অন্যদিকে রাজ্যে বিনিয়োগ টেনে আনা, আপাতত এই দুটো দিকই বেশ কড়া নজরে থাকছে দিদির৷ সূত্র থেকে জানা গিয়েছে, এই মুম্বাই সফরে ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টির নেতা শরদ পাওয়ার ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলবেন তৃণমূল সুপ্রিমো। ইতিমধ্যে সাক্ষাতের ‘টাইম সিডিউল’ও চূড়ান্ত হয়ে গিয়েছে৷

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দিদির এই মুম্বই সফরে একদিন কি তাঁর সঙ্গে দেখা হতে পারে বলিউড বাদশা শাহরুখ খানেরও৷ কারণ, শাহরুখ বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডার। এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করতেই তৃণমূলের সুপ্রিমো এদিন বললেন,’ না ওর সাথে দেখা করব না’। এর কারণ স্বরুপ তিনি আরো বললেন, ‘ওঁরা ফিল্ম নিয়ে ব্যস্ত আছে, থাক। আমি কাওকে বিরক্ত করতে চাই না। তবে কলকাতা চলচ্চিত্র উৎসবে বচ্চনজি, শাহরুখ, আমির, সলমন, মহেশ ভাট-সহ অনেককে আমন্ত্রণ জানানো হয়েছে’। 

উল্লেখ্য, মাদক বিতর্কে অক্টোবরের শুরু থেকেই খবরের শিরোনামে ছিলেন শাহরুখ। তারকা পুত্র আরিয়ান প্রায় একমাস ছিলে হাজতে। পরে বম্বে হাই কোর্টের তরফে শুনানি দেওয়া হয়, আরিয়ানের কাছে কোনও মাদক না মেলায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা যাবেনা। শাহরুখ পুত্র আরিয়ান মামলা চলাকালীন অনেকেই দাবি করেছিলেন, কেন্দ্রীয় সংস্থা এনসিবি প্রধাণত শাহরুখের ওপর রাজনৈতিক প্রতিহিংসার থেকে তাঁর ছেলের বিরুদ্ধে মিথ্যে মামলা সাজিয়েছে আরিয়ানের বিরুদ্ধে। তাঁর কাছ থেকে কোনও মাদক উদ্ধার না হওয়া সত্ত্বেও গ্রেফতার করা হয়েছে। সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী ও শাহরুখের প্রিয় ‘দিদি’ মমতার প্রসঙ্গও আনা হয়েছিল।সমালোচকদের মতে মমতা-ঘনিষ্ঠ হওয়ার জন্যই শাহরুখের ছেলের এই পরিণতি হয়েছে।

About Author