Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে সিএএ বিরোধী ভোটাভুটি আপাতত বন্ধ, কূটনৈতিক জয় পেল দিল্লি

যে কোন ব্যাপারেই সরব থাকা ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট মার্চ পর্যন্ত সিএএ বিরোধী আইনে ভোটাভুটি করতে পারবে না।ইউরোপীয় ইউনিয়নের আইনি শাখা ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাবে ভোটাভুটি মুলতবি…

Avatar

যে কোন ব্যাপারেই সরব থাকা ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট মার্চ পর্যন্ত সিএএ বিরোধী আইনে ভোটাভুটি করতে পারবে না।ইউরোপীয় ইউনিয়নের আইনি শাখা ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাবে ভোটাভুটি মুলতবি রাখার সিদ্ধান্ত নিয়েছে।

গণতান্ত্রিক দেশের অধিকার নিয়ে যাতে প্রশ্নের সম্মুখীন হতে না হয় সে জন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপে বরাবরই তীব্র আপত্তি ছিল ভারতের। ভারতের সংশোধিত আইন বিরোধী প্রস্তাবে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা মোট দশটি ভাগে ভাগ করে তাদের মতামত জানিয়েছিলেন যেখানে পার্লামেন্টের ছয় টি গোষ্ঠী যথা প্রগ্রেসিভ অ্যালায়েন্স অফ সোশালিস্ট এন্ড ডেমোক্র‍্যাট (১৫৪ সদস্য), ইউরোপিয়ান পিপলস ডেমোক্র্যাট (১৮২ সদস্য), ইউরোপিয়ান ইউনাইটেড লেফট ও নর্ডিক গ্রিন লেফট (৪১ সদস্য), ইউরোপিয়ান ফ্রি অ্যালায়েন্স (৭৫ সদস্য), রিনিউ ইউরোপ গ্রুপ (১০৮ সদস্য) এই বিষয়ে মতামত জানিয়ে বলেছে ভারতের ক্রমবর্ধমান জাতীয়তাবাদ ও ধর্মীয় অসহিষ্ণুতা মুসলিমদের প্রতি বৈষম্য সৃষ্টি করছে এই মর্মে ভারত সরকারকে সতর্ক করা হচ্ছে এবং নাগরিকত্ব সংশোধনী আইন যে অমানবিক তাও বলা হয়। এই গোষ্ঠী সিএএ বিরোধী মোট ছ টি প্রস্তাবে সমর্থন জানায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে ইউরোপীয় ইউনিয়নের একজন সদস্য শাফাক মহম্মদ যে এই প্রস্তাবের অন্যতম কারিগর তার দিকে ভারতের অভিযোগের আঙ্গুল। গোটা বিষয়টিতে ভারত মনে করছে ইসলামাবাদের পরোক্ষ মদত রয়েছে।

About Author