অভিনেত্রীকে দেখা যাচ্ছে লিফটের ভিতরে একটি কমলা বিকিনিতে পোজ দিতে। এক হাতে তার ফোন, যেটায় করে সেলফি নিচ্ছেন। অন্য হাতে তার টুপি, সানগ্লাস আর একটা বই। রবিবারের সকালে বা দুপুরে রোদ মাখতেই হয়তো কোনো সমুদ্রের কিনারে ছুটেছেন।জন্নত ২, রুস্তম, রাজ ৩ডি, আশ্রম সিরিজের মতন বেশ কয়েকটি প্রজেক্টে এষা কাজ করেছেন। খুব বেশি দিন নয়, ২০১২ সালে বলিউডে হাতেখড়ি এষার। ঝুলিতে কয়েকটি প্রজেক্ট থাকলেও এষা এখনও কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেননি, এখনও তিনি অভিনেত্রী হিসেবে মানুষের মনে ছাপ ফেলতে পারেননি, তবে বোল্ড অবতারে ফ্যাশন করার ক্ষেত্রে এষা এক নম্বরে।
কমলা বিকিনিতে লিফটে পোজ দিয়েছেন Esha Gupta, উন্মুক্ত শরীরের ভাঁজে কাবু ভক্তরা (PHOTOS)
ইন্টারনেটে কী ভাবে পারদ বাড়াতে হয় বলিউড অভিনেত্রী এষা গুপ্তা ( Esha Gupta) ভালো করেই জানেন। সম্প্রতি, কান ফিল্ম ফেস্টভ্যালে তার ফ্যাশন স্টেটমেন্ট এর ঝলক দেখিয়ে তাক লাগিয়েছেন, এবারে পেয়েছেন…

আরও পড়ুন
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?