বিনোদনবলিউড

‘আশ্রম ৩’ ওয়েব সিরিজে সমস্ত সীমা অতিক্রম করেছেন অভিনেত্রী এশা গুপ্তা, দেখুন ভিডিওর কিছু ঝলক

×
Advertisement

বর্তমান সময়ে দাঁড়িয়ে বড়পর্দাকে রীতিমতো টেক্কা দিচ্ছে ওয়েব সিরিজের দুনিয়া। একের পর এক নতুন স্বাদের ওয়েব সিরিজ হাজির হচ্ছে নতুন ধরনের গল্প নিয়ে, যা খুব স্বাভাবিকভাবেই টানছে দর্শক। সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব দুনিয়ার অন্যতম বোল্ড ওয়েব সিরিজ ‘আশ্রম ৩’এর অফিসিয়াল ট্রেলার। তবে এই সিজনে বাবা নিরালার পাশাপাশি দেখা যাবে বলিউডের এক জনপ্রিয় বোল্ড অভিনেত্রীকে। ট্রেলার মুক্তি পেতেই শোরগোল অনুরাগী মহলে।

Advertisements
Advertisement

এশা গুপ্তা নামটা অপরিচিত নয় কারোর কাছেই। তিনি বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় পরিচিত সাহসী অভিনেত্রীদের মধ্যে একজন। আসন্ন ওয়েব সিরিজ ‘আশ্রম ৩’এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে তার। ইতিমধ্যেই ট্রেলার দেখে তা স্পষ্ট হয়েছে। এই ওয়েব সিরিজে তার উপস্থিতি যে বেশ প্রভাব ফেলতে চলেছে দর্শকদের মাঝে, তা ট্রেলার দেখেই কিছুটা আন্দাজ করেছেন দর্শকমহল। সবসময়ের মতোই এই ওয়েব সিরিজেও সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে তাকে।

Advertisements

Advertisements
Advertisement

সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করে নিয়েছেন আসন্ন ‘আশ্রম ৩’এর অফিশিয়াল ট্রেলার। এই ওয়েব সিরিজে ইতিবাচক চরিত্রে অভিনয় করছেন তিনি। পুলিশ কিংবা স্পাইয়ের চরিত্রে দেখা মিলবে তার। তবে এই সিজনে আবারও নতুন কি চমক থাকতে চলেছে! তা দেখার জন্য অনুরাগীদের অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। দীর্ঘদিন ধরেই অনুরাগীরা এই সিজনের অপেক্ষায় ছিলেন। সম্প্রতি ট্রেলার মুক্তি পাওয়ায় উচ্ছ্বসিত দর্শকরাও।

এই সিজনে এশা গুপ্তার উপস্থিতি দর্শকদের উচ্ছ্বাস বাড়িয়ে দিয়েছে আরো কিছুটা। বাবা নিরালা অর্থাৎ ববি দেওল নিজেও নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন এই ‘আশ্রম ৩’এর ট্রেলার। অভিনেতা নিজেও যে রীতিমতো উচ্ছ্বসিত এই ওয়েব সিরিজের আসন্ন সিজন নিয়ে, তা স্পষ্ট। অভিনেত্রীকেও এই ওয়েব সিরিজে একটু অন্যধরনের চরিত্রে দেখা যাবে বলেই আশা করছেন অনুরাগীরা। আপাতত ট্রেলার মুক্তি পাওয়ার সাথে সাথেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দর্শকদের মাঝে। তারা কমেন্টবক্সে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তা তাদের মন্তব্য দেখলেই স্পষ্ট হবে। আপাতত বাবা নিরালার অপেক্ষায় তার ভক্তরা।

Related Articles

Back to top button