Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দুই সন্তানের মা হওয়ার পরও থামার নাম নিচ্ছেন না Esha Deol, ফিটনেস দেখে অবাক মানুষ!

হেমামালিনী ও ধর্মেন্দ্রকন্যা এশা দেওল। ছোট থেকেই সেলেব কিড হিসাবে বড় হয়েছে সে। অভিনয় দুনিয়াতেও তার আনাগোনা রয়েছে ভালোই। মিডিয়ার পাতাতেও প্রায়ই চর্চায় থাকতে দেখা যায় তাকে। ২০১২ সালে নামি…

Avatar

হেমামালিনী ও ধর্মেন্দ্রকন্যা এশা দেওল। ছোট থেকেই সেলেব কিড হিসাবে বড় হয়েছে সে। অভিনয় দুনিয়াতেও তার আনাগোনা রয়েছে ভালোই। মিডিয়ার পাতাতেও প্রায়ই চর্চায় থাকতে দেখা যায় তাকে। ২০১২ সালে নামি ব্যবসায়ী ভারত তক্তানির সাথে সাত পাক ঘোরেন অভিনেত্রী। বর্তমানে তাদের দুই সন্তান রয়েছে। ৬ বছরের রাধ্যা ও ৪ বছরের মিরায়া। তবে সেকথা অভিনেত্রীকে দেখলে বোঝা মুশকিল। তিনি ৪১ বছর বয়সেও ধরে রেখেছেন নিজের ফিটনেস। টেক্কা দিচ্ছেন বলিউডের একাধিক ডিভাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় তার বেশ কিছু ছবি ভাইরাল হতেই চর্চিত অভিনেত্রী।

বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটদুনিয়ায় বেশ সক্রিয় এশা দেওল। প্রায়ই নিজের একাধিক ছবি কিংবা ভিডিও শেয়ার করে নেন তিনি নিজেই। কখনো নিজের কাজের ঝলক আবার কখনো ভারত কিংবা তার দুই সন্তানের সাথে কাটানো বিভিন্ন মুহূর্তের ঝলক ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে। আর এই সমস্ত ঝলক দেখতে যে তার অনুরাগীরা বেশ পছন্দই করেন সেকথা আর আলাদাভাবে বলার নয়। অভিনেত্রী শেয়ার করে নেওয়া ঝলকগুলির কমেন্টবক্সে নজর রাখলেই স্পষ্ট হবে সেকথা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর বেশ কিছু ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে। তার মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে একটি ছবি। ছবিতে অভিনেত্রীকে কালো অফশোল্ডার, ফ্রন্ট স্লিটেড পোশাকে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। খোলা চুলে একেবারে নিউড মেকাপ নিয়েছিলেন তিনি। তার রূপে আবারো মুগ্ধ অগণিত মানুষ। খুব সম্ভবত কোন ফটোশুটের সূত্রেই এই সাজে সেজে উঠেছিলেন অভিনেত্রী। তুলেছিলেন একাধিক ছবিও। এই মুহূর্তে সেইসমস্ত ছবির সূত্রেই একাংশের মাঝে চর্চিত অভিনেত্রী। কুড়িয়েছেন প্রশংসাও, যার একাধিক ঝলক রয়েছে কমেন্টবক্সেই।

About Author