Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

OLA-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে এই নতুন ইলেকট্রিক স্কুটার, এক চার্জে চলতে পারবেন ২০১ কিলোমিটার পর্যন্ত

ইলেকট্রিক টু হুইলার নির্মাতা কোম্পানি পিওর ইভি এবারে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার ePluto 7G ম্যাক্স নিয়ে জোর কদমে কাজ শুরু করে দিয়েছে। এই ইলেকট্রিক স্কুটার এর দাম রাখা হয়েছে ১…

Avatar

ইলেকট্রিক টু হুইলার নির্মাতা কোম্পানি পিওর ইভি এবারে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার ePluto 7G ম্যাক্স নিয়ে জোর কদমে কাজ শুরু করে দিয়েছে। এই ইলেকট্রিক স্কুটার এর দাম রাখা হয়েছে ১ লাখ ১৫ হাজার টাকা। ইতিমধ্যেই এই ইলেকট্রিক স্কুটার লঞ্চের সাথে বুকিং শুরু হয়ে গিয়েছে। কোম্পানি জানিয়েছে আসন্ন উৎসবের মৌসুমে নতুন ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি শুরু হয়ে যাবে। রেট্রো ডিজাইনে তৈরি করা এই ইলেকট্রিক স্কুটার চারটি ভিন্ন রঙে আপনি পাবেন। এর মধ্যে রয়েছে ম্যাট ব্ল্যাক, রেড, গ্রে এবং সাদা। এই বৈদ্যুতিক স্কুটারে আপনি ৩.৫ কিলোওয়াট ঘন্টার লিথিয়াম আয়ন ব্যাটারি পেয়ে যাবেন।এই বৈদ্যুতিক ইলেকট্রিক স্কুটারের মোটর ৩.২১ বিএইচপি সর্বোচ্চ পাওয়ার আউটপুট প্রদান করতে পারে। AIS 156 সার্টিফাইড ব্যাটারি প্যাক লাগানো হয়েছে এই ইলেকট্রিক স্কুটারে। এছাড়াও রয়েছে এআই চালিত স্মার্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। এই স্কুটারে আপনি তিনটি রাইডিং মোড পেয়ে যাবেন। এই স্কুটারের ব্যাটারি ৬০ হাজার কিলোমিটার এর স্ট্যান্ডার্ড ওয়ারেন্টিসহ আসছে। তার পাশাপাশি ৭০ হাজার কিলোমিটারের এক্সটেন্ডেড ওয়ারেন্টি আপনি পাবেন। এই ইলেকট্রিক স্কুটার সম্পূর্ণ রেট্রো ডিজাইনে আনা হয়েছে।এই ইলেকট্রিক স্কুটারে আপনি পাবেন এলইডি হেডলাইট, সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং রাউন্ড রিয়ারভিউ মিরর। এই কোম্পানি জানিয়েছে এই ইলেকট্রিক স্কুটারের স্মার্ট রিজেনারেটিভ টেকনোলজি রয়েছে। রাইডারদের সুবিধা বাড়াতে এতে রিভার্স মোড এবং পার্ক অ্যাসিসটেন্সের মত সুবিধা দেওয়া হয়েছে। এই বৈদ্যুতিক স্কুটারে অটো পুশ ফাংশন দেওয়া হয়েছে যার কারণে এই ইলেকট্রিক স্কুটার খুব সহজেই ৫ কিলোমিটার গতিতে এগিয়ে যেতে পারে। এ সর্বোচ্চ গতি ঘন্টায় মোটামুটি ৭০ কিলোমিটার হতে পারে। যারা প্রতিদিন মোটামুটি ১০০ কিলোমিটারের মতো ভ্রমণ করেন তাদের জন্য এই ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে কোম্পানি।
About Author