Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রভিডেন্ট ফান্ডে জন্মতারিখ প্রমাণে আধার কার্ড গ্রহণযোগ্য

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) এর তরফে গতকাল জানানো হয়েছে যে, এবার থেকে EPFO এর সদস্যদের জন্মতারিখ হিসেবে আধার কার্ডকেও মান্যতা দেওয়া হবে। রবিবার কেন্দ্রীয় শ্রম মন্ত্রক জানিয়েছে একথা। EPFO…

Avatar

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) এর তরফে গতকাল জানানো হয়েছে যে, এবার থেকে EPFO এর সদস্যদের জন্মতারিখ হিসেবে আধার কার্ডকেও মান্যতা দেওয়া হবে। রবিবার কেন্দ্রীয় শ্রম মন্ত্রক জানিয়েছে একথা। EPFO তে জন্মতারিখের প্রমাণপত্র হিসেবে যেসব নথি দেওয়া যায় সেসবের সাথেই এবার যুক্ত হলো আধার কার্ড। কেওয়াইসি করার ক্ষেত্রেও আধারকার্ড ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে।

গতকাল শ্রম মন্ত্রকের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, EPFO এর কোনো গ্রাহক যদি তাঁর জন্মতারিখ সংশোধন করতে চান তাহলে এখন থেকে অন্যান্য নথির পাশপাশি আধার কার্ডও গ্রহণযোগ্য হবে। অনলাইনেই এই প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে বলেও জানানো হয়েছে। বিবৃতিতে শ্রম মন্ত্রক আরও জানিয়েছে, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের আরও বেশি সংখ্যক গ্রাহককে অনলাইন পরিষেবাই নিয়ে আসাই আমাদের লক্ষ্য। সেইজন্য EPFO তে জন্মতারিখ যাচাই এবং অন্যান্য সংশোধনের জন্য গ্রাহকদের কাছে অনুরোধ করা হচ্ছে।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রক ঘোষণা করেছিল, প্রয়োজনে প্রভিডেন্ট ফান্ডের ৭৫ শতাংশ বা মূল বেতন এবং মহার্ঘ ভাতার মোট অঙ্কের মধ্যে যেটি কম সেটি তুলে নেওয়া যাবে। আর এবার এই ঘোষণা করা হলো EPFO এর তরফে।

About Author