Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘জয় শ্রী রাম’ লিখে টুইট স্বস্তিকার, তাহলে কি বিজেপিতে যোগ দিচ্ছেন অভিনেত্রী?

ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনে বিজেপির জোর ধাক্কা খাওয়ার পর গতবছর কটাক্ষ করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বলেছিলেন, "আর বলুন, জঙ্গলে বাস করা ভাই-বোনেরা.. জঙ্গলবাসীরা তো জঙ্গলে মঙ্গল করে দিয়েছেন।" এরপরই তার বিরুদ্ধে…

Avatar

ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনে বিজেপির জোর ধাক্কা খাওয়ার পর গতবছর কটাক্ষ করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বলেছিলেন, “আর বলুন, জঙ্গলে বাস করা ভাই-বোনেরা.. জঙ্গলবাসীরা তো জঙ্গলে মঙ্গল করে দিয়েছেন।” এরপরই তার বিরুদ্ধে ওঠে সমালোচনার ঝড়। এবার ফের তার করা একটি ট্যুইটকে ঘিরে সরব হয়েছে নেট দুনিয়া।গত বুধবার অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোর ছবি ও ভিডিওতে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। অভিনন্দন জানানোর পাশাপাশি বিরোধিতাও করেছেন একাংশ। এরই মাঝে স্বস্তিকা মুখোপাধ্যায় একটি ট্যুইট করে লেখেন “জয় শ্রী রাম!” তবে এটি ইতিবাচক না নেতিবাচক দিক দিয়ে বলা হয়েছে, তা স্পষ্ট জানা যায়নি।এরপরই জল্পনা শুরু হয় এই অভিনেত্রীর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে। কমেন্টে শুরু হয় তীব্র সমালোচনা। উল্লেখযোগ্য, আগামী বিধানসভা নির্বাচন বঙ্গবিজেপির কাছে বর্তমানে মূল লক্ষ্য। বেশ কিছু তারকা প্রার্থীর উপরই ভরসা রাখতে চলেছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের এহেন ট্যুইট কৌতূহল বাড়িয়ে তুলেছে মানুষের। অনেকের ধারণা স্বস্তিকা হয়তো এবার গেরুয়া শিবিরেই যোগ দিতে চলেছেন।
About Author