২৫ শে ফেব্রুয়ারী মুম্বাই পুলিশের কাছে কী জানিয়েছিল সুশান্তের বাবা? উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

চলতি বছরের প্রথম দিকেই আঁচ পেয়েছিলেন বিপদে রয়েছে ছেলে। সেই অনুযায়ী ২৫শে ফেব্রুয়ারী বান্দ্রা থানায় জানিয়েওছিলেন তার আশঙ্কার কথা। তবে ভ্রুক্ষেপ করেনি পুলিশ প্রশাসন। সম্প্রতি এই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন সুশান্তের…

Avatar

চলতি বছরের প্রথম দিকেই আঁচ পেয়েছিলেন বিপদে রয়েছে ছেলে। সেই অনুযায়ী ২৫শে ফেব্রুয়ারী বান্দ্রা থানায় জানিয়েওছিলেন তার আশঙ্কার কথা। তবে ভ্রুক্ষেপ করেনি পুলিশ প্রশাসন। সম্প্রতি এই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন সুশান্তের বাবা কেকে সিং। একটি ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন এই কথা।

তার এই অভিযোগে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে তিনি বলেন, “গত ২৫শে ফেব্রুয়ারী বান্দ্রা থানায় জানিয়েছিলাম, আমার ছেলে বিপদের মধ্যে রয়েছে। কিন্তু পুলিশ তখন কিছুই করেনি। তারপর ১৪ই জুন ছেলেকে চিরতরে হারালাম। ৪০ দিনের বেশি সময় পেরিয়ে গেল। এখনও পর্যন্ত কিছু করলো না।”

তার কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে, সুশান্ত আত্মহত্যা কান্ডে মুম্বাই পুলিশের ভূমিকা নিয়ে খুশি নন তিনি। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি মুম্বাই পুলিশের কমিশনার পরমবীর সিং। তবে সেখানেই থেমে যাননি সুশান্তের বাবা। বিহার সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে আসল সত্য তুলে আনার জন্য।

অন্যদিকে, বিহার পুলিশ রিয়ার বয়ান রেকর্ড করার চেষ্টা করলেও কোনওরকম সহযোগিতা করেননি এই অভিনেত্রী। এরই মাঝে শোনা গিয়েছিল খুঁজে পাওয়া যাচ্ছেনা তাকে। তবে রিয়ার আইনজীবী সতীশ মণিশিণ্ডে এটিকে ভিত্তিহীন বলেই দাবী করেন। তার মতে, বিহার পুলিশের তরফে তাকে ডেকেই পাঠানো হয়নি।