কোভিড ১৯ ভাইরাসে একের পর এক আক্রান্ত হয়ে চলেছেন জনপ্রিয় তারকা ও শিল্পীরা। সপ্তাহ পূর্বে আগস্ট বুকে ব্যাথা ও সেই সঙ্গে শ্বাসকষ্ট হওয়ায় শারীরিক চিকিৎসা করান বিশিষ্ট গায়ক এসপি বালসুব্রহ্মণীয়ম। গত ৫ই আগস্ট তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও গত ১৩ আগস্ট রাত থেকে হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। কমতে থাকে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা। দ্রুত আইসিইউ তে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকরা জানিয়েছেন গায়কের অবস্থা বেশ সঙ্কটজনক।
কিছু দিন আগে অবশ্য করোনা পজিটিভ আসার পর তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছোট ভিডিওর মাধ্যমে সুব্রহ্মণীয়ম জানান কিছু দিন ধরে তাঁর শরীর একটু খারাপই ছিল। বুকে ব্যাথার সঙ্গে সঙ্গে কাশিও হচ্ছিল। চিকিৎসা করালে তাঁর করোনা পজিটিভ আসে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅবশ্য করোনা পজিটিভ এলেও তেমন চিন্তাগ্রস্ত ছিলেন না গায়ক। তিনি এও জানিয়েছিলেন যে চিকিসক তাঁকে বলেছেন তাঁর শরীরে অতি সামান্য ভাইরাস সংক্রমণ হয়েছে, যার ফলে দিনদুইয়ের মধ্যেই তিনি বাড়ি ফিরতে পারবেন।
তা সত্ত্বেও এসপির অবস্থা হঠাৎ সঙ্কটজনক হয়ে ওঠে। তাঁর জন্য নিয়োগ করা হয়েছে বিশেষ চিকিৎসকদের একটি টিম। জানা যাচ্ছে, সর্বদাই তাঁর শারীরিক পরিস্থিতি নজরে রাখা হচ্ছে।
উল্লেখ্য, হিন্দি ছবিতেই শুধুমাত্র নয়, তামিল তেলুগু ছবিতেও এসপি বালাসুব্রহ্মণীয়ম গেয়েছেন অসংখ্য সুপার হিট সব গান।